যাত্রা শুরু হলো দেশিয় চামড়াজাত পণ্য ও ব্যাগের উদ্যোগ ট্যানের প্রথম আউটলেটের

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪ রিপোর্ট
Techvoice উদ্যোক্তা ও ই-কমার্স
  ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই ফ্যাশনিস্তাদের কাছে ট্যান বেশ পরিচিত এক নাম। আন্তর্জাতিক মানের চামড়াজাত ব্যাগ ও অন্যান্য ফ্যাশন পণ্য প্রস্তুত করে থাকে ব্র‍্যান্ডটি। চামড়ার পাশাপাশি ট্যান কাজ করছে গামছা ও প্রিন্টেড ফেব্রিকসহ বিভিন্ন দেশিয় উপকরণে তৈরি ব্যাগ নিয়ে।

সুপরিচিত ফ্যাশন উদ্যোক্তা তানিয়া ওয়াহাবের স্বপ্ন বলা যায় ট্যানকে। নিজের ব্র‍্যান্ডকে অনলাইনের গণ্ডি ছাড়িয়ে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতে একটি আউটলেটের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন তিনি। ব্র‍্যান্ড নিয়ে সেই লক্ষ্য পূরণ করতেই নতুন এই যাত্রা।

১৯ অক্টোবর, শনিবার বিকেল ৪টায় উদ্বোধন করা হয় ট্যানের এই প্রথম আউটলেট। ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার ৪র্থ তলায় ১৩ নম্বর দোকানটিতে এসে ক্রেতারা এখন দেখেশুনে কিনতে পারবেন ট্যানের সব পণ্য।  উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আনন্দঘন পরিবেশে এসময় গল্প, হাসি আড্ডায় পুরো পরিবেশ জমিয়ে রেখেছিলেন ট্যান ও তানিয়ার উদ্যোক্তাবন্ধু, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা।

বিবি রাসেল বলেন, কেউ যখন নিজের মেধা দিয়ে, সৃজনশীলতা দিয়ে কিছু জয় করে নেয়, তার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। আমি এই উদ্বোধন অনুষ্ঠানে এসে আর তানিয়া ওয়াহাবের এই সাফল্যে সত্যিই খুব খুশি। আমাদের দেশিয় পণ্যগুলো এভাবেই সকলের প্রথম পছন্দ হয়ে উঠুক।

তানিয়া ওয়াহাব বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল ট্যানের একটা আউটলেট হবে। সব পরিকল্পনা তো বটেই, এমনকি এই শপের ইন্টেরিয়রও আমার নিজের করা। আগে দেখতাম বিদেশ থেকে ব্যাগ নিয়ে আসত মানুষজন। কিন্তু আমি চাই আমাদের ব্যাগের মান এমন হোক যাতে বিদেশিরা আমাদের দেশ ব্যাগ নিয়ে যায়।

তানিয়ার কাছ থেকে জানা গেল, এই স্টোরের পুরো অবকাঠামো আর সাজসজ্জায় তিনি দেশি উপকরণ আর পরিবেশবান্ধব সবকিছু ব্যবহার করেছেন।  

বিভিন্ন ধরনের ব্যাগ আর বেল্টসহ অন্যান্য চামড়াজাত পণ্যের সম্ভারে সাজানো হয়েছে ট্যানের নতুন ঠিকানাটি। এখানে পাওয়া যাবে তাদের কি-পার্স, পার্স ওয়ালেট, মোবাইল ব্যাগ, ক্রস বডি ব্যাগ, হোবো ব্যাগ, ল্যাপটপ ব্যাগ ও ভ্রমণের ব্যাগসহ প্রতিদিনের ব্যবহারের ব্যাগ। চামড়াজাত পণ্য থেকে ট্যানের পথচলা শুরু হলেও এখন তাদের প্রোডাক্ট লাইনে বিভিন্ন ফেব্রিকের ব্যাগও পাওয়া যায়। গামছা ব্যাগ আর প্রিন্টেড ফেব্রিকের ব্যাগ নজর কাড়ছে নতুন আউটলেটে।এছাড়া ব্র‍্যান্ডটির সম্প্রতি লঞ্চ করা ব্লাউজ ব্যাগ সেটও আছে এখানে। উদ্বোধনের পরপরই দেখা যায় সবাই ঘুরে দেখে কেনাকাটা শুরু করে দিয়েছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত আরেক ব্যাগের উদ্যোগ দ্য হকার্সের স্বত্বাধিকারী তাসনিয়া ইরা জানান, উদ্যোক্তা হিসেবে পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা তানিয়া ওয়াহাব। প্রতিনিয়ত শিখছি তার কাছ থেকে। আমরা অনলাইনে সুপরিচিত হলেও ক্রেতারা কিন্তু আসলে দেখে কিনতে বেশ পছন্দ করেন। সেক্ষেত্রে একটি আউটলেট সবচেয়ে বেশি প্রয়োজন। যা ট্যানের এখন আছে। ট্যানের জন্য শুভকামনা।

ব্যাগের আরেক সুপরিচিত ব্র্যান্ড গুটিপার স্বত্বাধিকারী তাসলিমা মিজিও এসেছিলেন ট্যান-এর এই বিশেষ দিনে তানিয়া ওয়াহাবকে অভিনন্দন জানাতে আর তাঁর আনন্দের অংশ হতে।

তিনি বললেন, এই সাফল্য আমাদের সবার। কারণ আমরা সবাই চাই, বিদেশি ব্যাগের বদলে সবাই আমাদের দেশের এই অত্যন্ত উন্নতমানের ও স্টাইলিশ সব ডিজাইনার ব্যাগ কিনুক। ট্যান-এর জন্য আন্তরিক শুভকামনা জানান তিনি এসময়।

image

আপনার মতামত দিন