তাহলে টেসলা ফোনের পুরোটাই কি গুজব?

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
Techvoice গ্যাজেট
  ছবি: সংগৃহীত

ইলন মাস্কের টেসলা পাই বা পি নামে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসছে- এমন একটি খবর চাউর হয়েছে প্রযুক্তি বিশ্বে। খবরটির সত্যতা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে গত কয়েক দিন ধরে। এখন প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কি আসলেই অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে, সেটাও আবার সাধ্যের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক খবরটির সত্যতা কতটুকু।

টেসলার পাই স্মার্টফোনের সম্ভাব্য ফিচার
টেসলার নতুন ফোন সম্পর্কিত খবরে এর ফিচার সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অত্যাধুনিক সব ফিচার দিয়ে সাজানো থাকবে ফোনটি। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিঙ্কের সাথেও যুক্ত থাকবে ফোনটি। ফলে ব্যবহারকারীরা সার্বক্ষণিক উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

পাশাপাশি ফোনটি টেসলার কার ইকোসিস্টেম এর সাথে খুব সহজেই সমন্বয় করা যাবে। এছাড়া মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক-এর ব্রেন-কম্পিউটার ইন্টারফেসও (বিসিআই) কোনোভাবে যুক্ত থাকতে পারে পাই ফোনটিতে। চাউর হওয়া খবরের কোনো কোনো ভার্সনে নিউরালিঙ্ক-এর কল্যাণে ফোনটিতে এমনকি মঙ্গল গ্রহের সাথেও কানেক্টিভিটির কথা উল্লেখ করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষ, ফোনটি মাত্র ২৫০ ডলারের মধ্যে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

টেসলার ফোন সম্পর্কিত খবরটির উৎস কোথায়?
মূলত ২০২১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিও’তে টেসলার ‘মডেল পি’ সম্পর্কিত একটি কনসেপ্ট ডিজাইন তুলে ধরা হয়। তবে এডিআরস্টুডিও নামক চ্যানেলে প্রকাশিত ভিডিও’তে এটাও স্পষ্ট করে বলা হয় যে, এটি আসলে ডিজাইনারের একটি আইডিয়া মাত্র। এটি টেসলার তরফ থেকে ফাঁস (লিক) হওয়া কোনো বিস্তারিত তথ্য নয়।    

টেসলা ফোনের সত্যতা কতটুকু?
টেসলার স্মার্টফোন নিয়ে রটে যাওয়া খবরটি সত্য নয় বলে ইলন মাস্ক নিজেই অন্তত দু’বার জানিয়েছেন। চলতি বছরের জুন মাসে একটি লাইভস্ট্রিমিংয়ে টেসলা সিইও জানিয়েছেন যে, টেসলা ফোন নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে এটা স্পষ্ট যে, টেসলার পাই ফোন সম্পর্কিত খবরটি গুজব।

এর আগে ২০২৩ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) কিনে নেওয়ার পর মাস্ক বিকল্প একটি ফোন (অলটারনেটিভ ফোন) নিয়ে আসার কথা জানান। মূলত তাঁর সদ্য কেনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অ্যাপস্টোর প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তবেই এমন একটি বিকল্প ফোন নিয়ে আসার কথা বলেন মাস্ক। তবে পরবর্তীতে টেসলা স্মার্টফোন নিয়ে আসার বিষয়টিকে নাকচ করে দেন তিনি।

 টেসলা ফোনের পুরোটাই কি গুজব?
ইলন মাস্ক স্পষ্ট করেই জানিয়েছেন, টেসলার পাই ফোন আসছে না। কিন্তু সেটা কি পুরোটাই গুজব? মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষকরা জানাচ্ছেন, টেসলার কার ইকোসিস্টেমের বর্ধিত এক অংশ হিসেবে টেসলা ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বিশেষ করে এআই প্রযুক্তির ইন্টিগ্রেশনে টেসলা ফোন বেশ কার্যকর একটি টুল হতে পারে প্রতিষ্ঠানটির উন্নত বৈদ্যুতিক গাড়ির জন্য।

image

আপনার মতামত দিন