নির্বাচিত হলে নেতা নয়, সদস্যদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই: নুরুল আবছার

প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png উজ্জ্বল এ গমেজ
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: ফেমাস ভিশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আবছার
নুরুল আবছার। একজন প্রযুক্তিপণ্য ব্যবসায়ী উদ্যোক্তা। ১৯৯৮ সালে ফেমাস কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেলস অ্যান্ড সার্ভিসিংয়ের মাধ্যমে  যাত্রা শুরু করেন প্রযুক্তিপণ্য ব্যবসায়ী উদ্যোক্তা হসেবে। পরে নানান উত্থান-পতন ও ঘাত-প্রতিঘাত এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সময়ের পরিবর্তনে আজ  তিনি গড়ে তুলেছেন  প্রযুক্তিপণ্য পরিবেশক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ফেমাস ভিশন লিমিটেডে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে থেকে প্রযুক্তিপণ্য আমদানি করছেন। একই সাথে লোকাল মার্কেটের জন্য কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ের কয়েকটি পণ্য উপাদনও করছেন তিনি। আইটি প্রফেশনাল হিসেবে দুই যুগের বেশি সময়ের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা থেকে তিনি নিজের উদ্যোগে এবং মেধা, যোগ্যতা ও দক্ষতায় গড়ে তুলেছেন পাঁচটি অঙ্গ প্রতিষ্ঠান।  

এবারের অনুষ্ঠেয় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস)-এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে স্বতন্ত্রভাবে ‘কার্যনির্বাহী সদস্য’ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন ফেমাস ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার। আগামী ২৮ ডিসেম্বর ২ বছর মেয়াদে ১১টি পদের জন্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টেকভয়েস২৪-এর মুখোমুখি হন ফেমাস ভিশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও স্বপ্নবাজ উদ্যোক্তা নুরুল আবছার। একান্ত আলাপে জানান ইসিএস নির্বাচনের হালচাল নিয়ে গঠনমূলক ও আশাবাদী নানান কথা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন টেকভয়েস২৪-এর প্রধান প্রতিবেদক উজ্জ্বল এ গমেজ।



টেকভয়েস২৪: নির্বাচনে অংশগ্রহণ করছেন কেনো?
নুরুল আবছার:
আইটি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছি দুই যুগের বেশি সময় ধরে। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, অলাভজনক, অপেশাদার ও পেশাদার সংগঠনের কল্যাণমূলক কাজের সাথে সরাসরি যুক্ত আছি দীর্ঘদিন থেকে। কয়েকটি সংগঠনের শীর্ষ নেতৃত্বেও থেকেও সফলভাবে দায়িত্ব পালন করেছি। এখনও পালন করে যাচ্ছি। কর্ম জীবনের শুরু থেকেই অন্যের কল্যাণে কাজ করতে, মানুষের উপকার করতে, বিভিন্ন সমস্যায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে ভাল লাগা কাজ করে।   অন্যদিকে আইটিপণ্যের ব্যবসা করতে করতে সাংগঠনিক কাজের ভাললাগা থেকেই  প্রাণের সংগঠন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস)-এর সঙ্গে পথ চলা শুরু হয় দীর্ঘ দিন ধরে। এই সময়ে আমি সংগঠনের নানা ধরনের উন্নয়নমূলক ও কল্যাণমূখী কার্যক্রম কাছ থেকে দেখেছি।

সত্যি বলতে, ইসিএস আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমার কাছে একটি পরিবারের মতো। হৃদয়ের খুব কাছের একটি অংশ। জীবনের অনুভূতির নাম ইসিএস। একটা পরিবারকে ঘিরে যেমন একজন মানুষের স্বাভাবিক জীবন আবর্তিত হয়, তেমনি প্রযুক্তিপণ্যের ব্যবসায়ী হিসেবে এই প্রাণের সংগঠনকে ঘিরে আমাদের ব্যবসা জীবনের নানান উত্থান-পতন, ঘাত-প্রতিঘাত, আবেগ-অনুভূতিরও সম্পর্ক রয়েছে। এ সংগঠনকে আমি হৃদয়ে ও মনে ধারণ করেছি। সেই ভালোবাসার টানেই প্রাণের সংগঠনের সদস্যদের মানব কল্যাণে কাজ করার উদ্দেশে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি।



টেকভয়েস২৪: সদস্যরা আপনাকে ভোট দিবে কেনো?
নুরুল আবছার: 
প্রতি দুই বছর পর সংগঠনের নির্বাচন সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এর মধ্য দিয়ে সদস্যরা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করতে পারেন পরবর্তী দুই বছরের জন্য সঠিক ও যোগ্য নেতৃত্ব। যারা ইসিএসকে মনে-প্রাণে ভালবাসেন ও সংগঠনকে এগিয়ে নিতে প্রতিজ্ঞা করেন, তারাই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত হয়ে নিজেদের ব্যবসায়ী জীবনের অভিজ্ঞতা দিয়ে সদস্যদের কল্যাণে আত্মনিবেদিতভাবে কাজ করেন। লক্ষ্যণীয় বিষয় হলো, এবারের নির্বাচনে সদস্যদের মধ্যে যাচাইবাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আকাঙ্ক্ষা আগের তুলনায় বেশি লক্ষ্য করছি। আমার দৃষ্টিভঙ্গি হলো, যে প্রার্থী ইসিএসকে সদস্যবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, প্রবীণ, প্রতিষ্ঠিত সদস্যদের অভিজ্ঞতা ও তরুণ মেধাবী সদস্যদের আগ্রহের সমন্বয় ঘটিয়ে কম্পিউটার ও হার্ডওয়্যারপণ্য ব্যবসার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন,  সে সব প্রার্থীকেই এবার সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সকল বিষয়ে অবদান রাখার ক্ষেত্রে আমার সক্ষমতা রয়েছে।
 
টেকভয়েস২৪: নির্বাচনে জয়ী হলে সদস্যদের কল্যাণে ও সংগঠনের সার্বিক উন্নয়নে কোন কাজগুলোকে অগ্রাধিকার দিবেন?
নুরুল আবছার: সদস্যরা যদি তাঁদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে ইসিএস-এর সকল সম্মানিত সদস্যদের কল্যাণই হবে আমার সব কাজের প্রধান অগ্রাধিকার। আমি চেষ্টা করবো সদস্যদের কল্যাণ ফান্ড বৃদ্ধি করতে।সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে সদস্যদের জন্য অভিযোগ বিভাগ চালু করবো। সদস্যদের সমস্যা দ্রুত সমাধান ও সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবো। স্থানীয় প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে সদস্যদের জন্য ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবো। বিপদগ্রস্ত সদস্যদর বিনা সুদে ঋণ দেওয়ার চেষ্টা করবো।



টেকভয়েস২৪: নির্বাচিত হলে ইসিএসকে কোন স্তরে দেখতে চান?
নুরুল আবছার:
আইটি সেক্টরের একজন স্বপ্নবাজ ব্যবসায়ী ও ইসিএস’র একজন সচেতন ও সক্রিয় সদস্য হিসেবে  অবশ্যই ইসিএসকে বাংলাদেশের প্রভাবশালী আইটি সংগঠন হিসেবে দেখতে চাই। ইসিএস আইটি সেক্টরে কম্পিউটার যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্য ব্যবসায়ীদের নিয়ে পেশাদার সংগঠন। আমাদের  আইটি সেক্টরে  অনেকগুলো বড় কোম্পানি আছে যারা নিজস্ব কারখানায় দেশীয় প্রযুক্তিতে কম্পিউটার যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্য উৎপাদন করছে। সেগুলো লোকাল মার্কেটে বিক্রি করছে। দেশের চাহিদা মিটিয়ে কিছু কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশেও রফতানি করছে। আমার দৃষ্টিতে সবাই যার যার অবস্থান থেকে ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছে। এখন এই চেষ্টাটা সম্মিলিতভাবে করা গেলে আরো সুন্দর হতো। বর্তমানে ইসিএস’র ৯০০ এর বেশি সদস্য রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে উন্নতি করছে তার সাথে তাল মিলিয়ে ইসিএস একটি ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমি এমন ইসিএসকে দেখতে চাই, যেখানে সবাই প্রাতিষ্ঠানিক ও সম্মিলিতভাবে এক হয়ে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। এতে ইন্ডাস্ট্রিতে সবাই ভাল থাকবে। সেই সাথে সরকারও আমাদের দ্বারা লাভবান হবে।

টেকভয়েস২৪: নির্বাচন উপলক্ষে ইসিএস সদস্যদের প্রতি আপনার কী বলতে চান?
নুরুল আবছার:
আমার দৃষ্টিতে ইসিএস’র সম্মানিত সকল সদস্যরা অত্যন্ত বিচক্ষণ ও প্রাজ্ঞ। তাই ইসিএস সদস্যদের  আমি বলতে চাই, নির্বাচনের আগে প্রার্থীদের সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা দেখুন। যার একটি ভবিষ্যতমুখী, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা আছে এবং সফলভাবে বাস্তবায়ন করার মতো যোগ্যতা ও দক্ষতা আছে, তাকেই আপনার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন। ইন্ডাস্ট্রির সবাই আমরা একে অন্যকে চিনি ও জানি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচনে বিজয়ী হলে নেতা হিসেবে নয়, আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে থাকবো। বিজয়ী না হলেও আপনাদের সাথে থাকবো। আপনাদের সহযোগিতা, পরামর্শ আমার পাথেয় হয়ে থাকবে।

সকলের দোয়া ও ভালোবাসায় আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এমন একটা ব্যবসাবান্ধব ব্যবসায়িক ও সুন্দর পরিবেশ তৈরি করবো, যেখানে সকলে মিলে ভ্রাতৃত্বপূর্ণভাবে একসঙ্গে নিরাপদে নিজ নিজ ব্যবসা করতে পারি। সদস্যদের দাবি, অধিকারের সাথে থাকবো। তাদের অধিকার প্রতিষ্ঠা করবো। তাদের দাবি-দাওয়া পূরণ করাই হবে আমাদের মূল লক্ষ্য। সদস্যরা তাদের ব্যবসা বড় করার জন্য সেসব দাবি নিয়ে আসবে আমি সেগুলো পূরণ করার সাধ্য মতো চেষ্টা করবো। আমি মনে করি, আমরা যদি সবাই মিলে সঠিক পরিকল্পনা অনুসারে কাজ করতে পারি, তাহলে ইসিএস’র সদস্যরা সুন্দর ও উপযুক্ত পরিবেশে তাদের ব্যবসা করতে পারবে। আমরা সবাই ভাল থাকতে পারবো।
image

আপনার মতামত দিন