আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৯৮৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে। ৩০ নভেম্বর, রবিবার রাত ৮টার হালনাগাদ তথ্যে জানানো হয়, নিবন্ধনকারীদের মধ্যে ৮৬ হাজার ৫৯১ জন পুরুষ এবং ১৫ হাজার ৩৯৬ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনের তালিকায় ১৭ হাজার ৬৭৪ জন নিবন্ধন করে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৩৭৫ জন; কানাডায় ৮ হাজার ৩৮৫ জন; সিঙ্গাপুরে ৮ হাজার ২১ জন; অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৩৯১ জন; জাপানে ৬ হাজার ৭৭০ জন; যুক্তরাজ্যে ৬ হাজার ২৩৮ জন; দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭১১ জন; ইতালিতে ৪ হাজার ৬৮১ জন এবং সৌদি আরব ৩ হাজার ৫৯২ জন।
এদিকে রবিবার বিকেল থেকে সৌদি আরবসহ ৭টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আবার চালু করা হয়েছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ার প্রবাসীরা পুনরায় অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ডাকযোগে পৌঁছানোর জন্য প্রবাসীদের অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে; প্রয়োজনে বন্ধু-স্বজন বা পরিচিত প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
ইসি আরও জানিয়েছে, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকেই অ্যাপে প্রবাসীদের নিবন্ধন উন্মুক্ত থাকবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটদানের সুযোগ করে দেওয়া দেশের নির্বাচনি ইতিহাসে একটি বড় অগ্রগতি। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা ছাড়া অন্যত্র অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছানোর জন্য সঠিক ঠিকানা দেওয়া অত্যাবশ্যক।