বিশ্বব্যাপী সাময়িক বিভ্রাটের কারণে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় গুগলের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ইউটিউবে প্রবেশ করতে না পারায় ভোগান্তিতে পড়েন।
অনলাইন সেবায় বিঘ্ন ঘটার বিষয় নজরদারি করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার হঠাৎ করেই ইউটিউব ব্যবহারে সমস্যা দেখা দেয়। বিভ্রাটের সময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে একযোগে অভিযোগ জমা পড়তে থাকে।
ডাউনডিটেক্টরের হিসাব অনুযায়ী, ওই সময়ে ইউটিউবের কার্যক্রমে সমস্যার কথা জানিয়ে প্রায় ১০ হাজার ৮০০টি রিপোর্ট পাওয়া যায়। ব্যবহারকারীরা ভিডিও চালু করতে না পারা, হোমপেজ লোড না হওয়া এবং অ্যাকাউন্টে লগইন করতে ব্যর্থ হওয়ার মতো সমস্যার কথা জানান।
এই বিভ্রাটের প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার), ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব ডাউন থাকার কথা জানিয়ে পোস্ট করেন। কেউ কেউ অনলাইনে কাজ, শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে সাময়িক এই সমস্যাকে বিরক্তিকর বলে মন্তব্য করেন। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সেবাটি স্বল্প সময়ের মধ্যেই পুনরায় সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে অধিকাংশ ব্যবহারকারী স্বাভাবিকভাবেই ইউটিউব ব্যবহার করতে পারছেন বলে জানানো হয়।
তবে এখনো এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইউটিউব।
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সার্ভারজনিত সমস্যা বা অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এ ধরনের সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে। যদিও বিষয়টি নিশ্চিত করতে ইউটিউবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা করছেন ব্যবহারকারীরা।
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের ওপর বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন কাজ, শিক্ষা ও বিনোদনের জন্য নির্ভরশীল। ফলে অল্প সময়ের বিভ্রাট হলেও এর প্রভাব পড়ে বৈশ্বিক পর্যায়ে।সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, রয়টার্স