মার্চে ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে শাওমি

প্রকাশ: শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনা বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা শাওমি মার্চ মাসে প্রায় ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে। আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে চীনের আরেক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওমি ঘোষণা করেছে, মার্চ মাসে রেকর্ড সংখ্যক ইভি সরবরাহ করেছে তারা, যা ২৯ হাজার ইউনিট ছাড়িয়েছে। এর আগে গত পাঁচ মাসে তাদের সরবরাহের হার ছিল ২০ হাজারের ঘরে।

এদিকে, মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় শাওমির ফ্ল্যাগশিপ মডেল এসইউ৭-এর গাড়িতে থাকা তিনজন নিহত হয়। এ ঘটনায় একই দিন বিকেলে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে শাওমি বলেছে, দুর্ঘটনার আগে গাড়িটি অটোপাইলট মোডে চলছিল।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, নির্মাণকাজের কারণে রাস্তাটি বন্ধ ছিল। চালক গাড়ির নিয়ন্ত্রণ নিলেও নির্মাণ পরিকাঠামোর সঙ্গে সংঘর্ষ ঘটে। শাওমি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

গত ১৮ মার্চ শাওমি আগামী এক বছরের পরিকল্পনা ঘোষণা করেছে শাওমি, যেখানে সাড়ে তিন লাখ গাড়ি সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এ ঘোষণার দুই সপ্তাহ পরই দুর্ঘটনার ওই ঘটনা ঘটল।

ইভির চাহিদা মেটাতে বেইজিংয়ে গাড়ি নির্মাতা কোম্পানিটির দ্বিতীয় ইভি কারখানা বাড়ানোর কথাও চলছে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের তৈরি ইভির প্রথম ঝলক দেখিয়েছিল শাওমি।

ওই সময় বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার কোম্পানি হওয়ার লক্ষ্যের কথাও জানিয়েছিল চীনা স্মার্টফোন নির্মাতা হিসেবে বহুল পরিচিত কোম্পানিটি।
image

আপনার মতামত দিন