রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় ক্রুজার বাইক মিটিয়র ৩৫০ (Royal Enfield Meteor 350) এবার নতুন ফিচার ও রঙে বাজারে আসতে চলেছে। ২০২৫ সালের জন্য সংস্থা এই মোটরসাইকেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে, যা একে আগের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলবে। লঞ্চের আগে বাইকটি ডিলারশিপে স্পট করা হয়েছে এবং নতুন মডেলকে নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
নতুন Royal Enfield Meteor 350 এখন একদম নতুন ব্লু পেইন্ট স্কিম-এ উপলব্ধ। এই নতুন রঙ বাইকটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। এছাড়াও, স্টাইলিং-এ বড় পরিবর্তন এসেছে এলইডি হেডলাইট ও এলইডি টার্ন ইন্ডিকেটর সংযোজনের মাধ্যমে, যা বাইকের আধুনিক লুককে আরও বাড়িয়ে দিয়েছে।
ফিচার আপডেট
ফিচারের দিক থেকেও নতুন মিটিয়র ৩৫০ আরও সমৃদ্ধ হয়েছে। এবার বাইকে ট্রিপার পড স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হচ্ছে, যা টার্ন-বাই-টার্ন নেভিগেশন দেখাবে। এছাড়াও, প্রতিটি ভ্যারিয়েন্টেই টাইপ-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, ফলে লম্বা যাত্রায় মোবাইল চার্জের সমস্যা আর থাকছে না।
এই আপডেটেড মডেলের সবচেয়ে বড় পরিবর্তন হল স্লিপার ক্লাচ, যা প্রথমবারের মতো মিটিয়র ৩৫০-এ দেওয়া হয়েছে। আগে এই ফিচারটি শুধুমাত্র নতুন ক্লাসিক ৩৫০-এ ছিল। স্লিপার ক্লাচ থাকায় গিয়ার শিফট আরও স্মুথ হবে এবং হাই-স্পিড ডাউনশিফটে বাইকের স্থিতিশীলতা বাড়বে।
ইঞ্জিন ও পারফরম্যান্স অপরিবর্তিত
নতুন ফিচার সত্ত্বেও ইঞ্জিনে কোনও পরিবর্তন আনা হয়নি। বাইকটিতে রয়েছে ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন যা ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৫-স্পিড গিয়ারবক্স-এর সঙ্গে যুক্ত।
ভাতের নতুন GST নীতির কারণে এই বাইকের দাম পুরনো মডেলের তুলনায় আরও কম হবে। ফলে যারা ক্রুজার সেগমেন্টে একটি প্রিমিয়াম অথচ ভ্যালু-ফর-মানি মোটরসাইকেল খুঁজছেন, তাদের জন্য নতুন Royal Enfield Meteor 350 হতে পারে একটি দারুণ বিকল্প।
প্রসঙ্গত, নতুন ফিচার, উন্নত ডিজাইন এবং সাশ্রয়ী দাম-সব মিলিয়ে ২০২৫ সালে রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০ রাস্তায় আরও বেশি চোখে পড়বে বলে আশা করা হচ্ছে।