ডিসরাপ্টিভ আইডিয়ার খোঁজে সিক্স মিশন: রেজিস্ট্রেশন চালু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ক্যারিয়ার ফেয়ারে আত্মপ্রকাশ করলো “ডিসরাপ্টিং উইথ সিক্স” শিক্ষানবীশ প্রকৌশলী খোঁজার মিশন। এই মিশনে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করে নির্বাচিতদের মধ্যে একজন পাবেন ৬-সংখ্যার আর্থিক পুরস্কার। অর্থাৎ হবেন লাখপতি।

বাকি পাঁচজন প্রত্যেকে পাবেন একটি করে স্মার্ট ল্যাপটপ। আর স্নাতক শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবাহারের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ার দীক্ষা দেবে দেশের স্মার্ট ও টেকসই অবকাঠামো নির্মাণ পরামর্শদাতা স্মার্ট বিল্ড।

এই মিশনে অংশ নিতে সদ্য স্নাতক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেই আবেদন থেকেই ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত হবেন অংশগ্রহণকারীদের মধ্য থেকে  ৬ জনের একটি দল।

অবাকাঠামো নির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে তরুণ গ্র্যাজুয়েটদের উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ জানিয়ে স্মার্ট বিল্ডের ইনোভেশন ও গ্রোথ প্রধান মো. সাহাব উদ্দিন রিয়াদ বললেন, “এই প্রোগ্রাম কেবল ক্যারিয়ার গড়ার জন্য নয়, বরং একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে তরুণ প্রতিভাবানরা বাস্তব প্রকল্পে যুক্ত হয়ে অবকাঠামো এবং নগরায়নের চ্যালেঞ্জগুলো সমাধান করবে”।

এই প্রোগ্রামটি সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের নতুন গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের মূল্যায়ন করা হবে সৃজনশীলতা, টেকসই চিন্তাধারা, নেতৃত্বের সম্ভাবনা এবং স্মার্ট বিল্ডের স্মার্ট ও জলবায়ু-সচেতন উন্নয়নকে এগিয়ে নেওয়ার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যের ভিত্তিতে।

image

আপনার মতামত দিন