সাইবার বুলিং ঠেকাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশনা জারি

প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির পাশাপাশি শেরপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে সাইবার বুলিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সাইবার সুরক্ষা সেমিনারে এই নির্দেশনা দিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান।

স্থানীয় জেলা প্রশাসন এবং জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে শেরপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, সাংবাদিকসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।

সেমিনারের শুরুতেই শিক্ষার্থী, শিক্ষক ও অংশগ্রহণকারীদের মাঝে সেমিনার উপকরণ ও সাইবার নিরাপত্তা লিফলেট বিতরণ করা হয়। সেমিনার শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের অধীনে জেলার ১০৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ডিএসএ মহাপরিচালক।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন শেরপুর জেলার জেলা আইসিটি কর্মকর্তা মো. তারেকুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব-উল-আহসান এবং জেলার প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। এসময় তিনি শেরপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই সাইবার বুলিং প্রতিরোধ সংক্রান্ত কমিটি গঠন নিশ্চিত করার জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে সকল স্তরের শিক্ষার্থীদেরই সচেতন হতে হবে। পারিবারিক মূল্যবোধই একজন কোমলমতি শিক্ষার্থীকে অপরাধ জগৎ থেকে দূরে রাখতে পারে।

এছাড়া সাইবার নিরাপত্তার বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেন। পাশাপাশি জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ডিএসএ মহাপরিচালক।

সেমিনারে সাইবার বুলিং, সাইবার নিরাপত্তা, সচেতনতামূলক প্রচার প্রচারণা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকেরা।

বক্তব্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রত্যেকের ইমেইল এর পাসওয়ার্ড সুরক্ষিত করা প্রয়োজন। এতে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা হতে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও তিনি প্রত্যেককে সাইবার জগতে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

শেরপুর জেলার প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, কম খরচের শেয়ারড হোস্টিং বন্ধ করা সম্ভব হলে তা ওয়েবসাইটসহ ব্যক্তিগত তথ্যসমূহের সুরক্ষা নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখবে। স্ক্রিন আসক্তি পরিহার করে সাইবার নিরাপত্তা সচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তিনি সাইবার বুলিং এর বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতেও  আহ্বান জানান।
image

আপনার মতামত দিন