নগদে প্রতিদিন দুই হাজার কোটি টাকার লেনদেনের মাইলফলক

প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
একদিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক পেরিয়ে যায় দেশের অন্যতম সেরা এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।

এদিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি; এরমধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। এর বাইরেও গ্রাহকের নানান ধরনের লেনদেন নিশ্চিত করে আসছে নগদ।

লেনদেনের নতুন এই মাইলফলক অর্জন বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন,  আমরা বিশ্বাস করি, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের কারণেই লেনদেনের এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে, বর্তমানে নগদ আরো উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সকল ধরনের লেনদেনের প্রয়োজন মেটাতে পারছেন নিশ্চিন্তে। যার ফলশ্রুতিতে, নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

উন্নত প্রযুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে নগদ গ্রাহকদের জন্য আরো আধুনিকতম সেবা নিশ্চিত করবে বলেও আশা করেন বদিউজ্জামান দিদার।

প্রায় ছয় বছর আগে যাত্রা শুরু করা নগদের এখন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা সাড়ে নয় কোটির বেশি। নগদই দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান যারা ইলেক্ট্রনিক গ্রাহক নিবন্ধন পদ্ধতি চালু করে। অ্যাকাউন্ট খোলার এই সহজ এবং আধুনিক পদ্ধতি এবং উন্নত গ্রাহক সেবার কারণে দিনে দিনে গ্রাহকের এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নগদের আড়াই লাখ উদ্যোক্তা পয়েন্ট প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।
image

আপনার মতামত দিন