২০ লাখ বার ডাউনলোড হওয়া ‘ওয়াচ ডিউটি’ অ্যাপ এখন শীর্ষ তালিকায়

প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের হুমকির মধ্যে বাসিন্দাদের জন্য ওয়াচ ডিউটি নামের ফায়ার ট্র্যাকিং অ্যাপটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে আবির্ভূত হয়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, এই অ্যাপটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে-যেমন, সক্রিয় ও অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপক কর্মী, প্রথম প্রতিক্রিয়াশীল, সরকারি প্রতিবেদন এবং রেডিও স্ক্যানার পর্যবেক্ষণকারী স্বেচ্ছাসেবী প্রতিবেদকদের নেটওয়ার্ক, যা ব্যবহারকারীদের জন্য দাবানলের বাস্তব সময়ের আপডেট সরবরাহ করে।

এই সপ্তাহের দাবানলের সময়, যেখানে সরকারি সতর্কতাগুলি মাঝে মাঝে বিভ্রান্তিকর বা ভুল ছিল, ওয়াচ ডিউটি অ্যাপটি অ্যাপল স্টোরে শীর্ষ স্থান অর্জন করেছে।

অ্যাপটির সিইও জন মিলস জানিয়েছেন, মঙ্গলবার থেকে অ্যাপটি ২০ লাখ বার ডাউনলোড হয়েছে এবং এ সপ্তাহে ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারী এটি ব্যবহার করেছেন।

মিলস জানান, অ্যাপটি একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত, যা মূলত দানের ওপর নির্ভরশীল। এতে ১৫ জন ফুল-টাইম কর্মী এবং ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করেন। অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য খুব সামান্য পরিমাণে সংগ্রহ করে এবং এটি বিক্রি করার কোনো উদ্দেশ্য নেই। আমি আমার কমিউনিটির কাছে দায়বদ্ধ। আমি কখনোই বিপর্যয় থেকে মুনাফা করতে চাই না। সূত্র: টেকক্রাঞ্চ
image

আপনার মতামত দিন