কক্সবাজারে পাঠাও হিরোদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

পাঠাও-এর প্রতিটি সাফল্যের পেছনে যারা নীরবে, কিন্তু নিরলসভাবে কাজ করে যান, তারা হলেন আমাদের পাঠাও হিরোরা। সেই অক্লান্ত পরিশ্রম ও কমিটমেন্টকে সম্মান জানাতেই পাঠাও প্রথমবার শুধুমাত্র পাঠাও হিরোদের জন্য আয়োজন করলো বিশেষ ক্যাম্পেইন “টিকেট টু কক্সবাজার”।

পাঠাও বাইক, কার, ফুড, পার্সেল এবং কুরিয়ার এজেন্ট, সব ভার্টিকালের হিরোদের জন্য উন্মুক্ত ছিলো এই ক্যাম্পেইন। মে মাসে হয়ে যাওয়া পাঠাও  `দেশি ভাইব' ক্যাম্পেইনে যারা সর্বোচ্চ রাইড ও অর্ডার ডেলিভারি করেছেন তাদের মাঝে নির্বাচিত ৭ জন রাইডার, ৭ জন ক্যাপ্টেন, ৭ জন ফুডম্যান, ৭ জন পার্সেল এজেন্ট এবং ৮ জন কুরিয়ার এজেন্ট সর্বমোট ৩৬ জন সেরা পারফর্মার পেয়েছেন একদম ফ্রি, সম্পূর্ণ স্পন্সরড কক্সবাজার ভ্রমণের সুযোগ।

এই জুন মাসে, বিজয়ীরা উপভোগ করছেন ১ রাত ২ দিনের এক অসাধারণ সমুদ্র ভ্রমণ, যেখানে তাদের জন্য ছিলো ট্রান্সপোর্ট, থাকা, খাওয়াসহ সব কিছুই পাঠাও-এর পক্ষ থেকে। ২৮ জুন রাতে যাত্রা শুরু করে ২৯ জুন দিনভর উপভোগের পর ৩০ জুন ঢাকায় ফিরে আসেন বিজয়ীরা। টিকেট টু কক্সবাজার’শুধু একটি ক্যাম্পেইন নয়, এটি পাঠাও হিরোদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও স্বীকৃতি, যে পাঠাও তার সাপ্লাই কমিউনিটির পাশে ছিল, আছে এবং থাকবে। পাঠাও তাদের হিরোদের জন্য আরও এমন ক্যাম্পেইন নিয়ে শীঘ্রই  আসবে বলে জানান।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

image

আপনার মতামত দিন