আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক চমক নিয়ে আসতে পারে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষক জন প্রসারের মতে, আগামী আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স মডেলে ‘ডুয়াল ভিডিও রেকর্ডিং’ নামের একটি নতুন ফিচার যোগ হতে পারে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একইসঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন।
এর মানে-আপনি নিজের মুখের ভিডিও (সেলফি ক্যামেরা দিয়ে) এবং আশপাশের দৃশ্য (পেছনের ক্যামেরা দিয়ে) একই সঙ্গে রেকর্ড করতে পারবেন। এই সুবিধা বিশেষ করে ইউটিউবার, ভ্লগার বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কার্যকর হবে।
এছাড়া নতুন মডেলের ক্যামেরার ডিজাইনেও পরিবর্তন আসতে পারে। পরিচিত বর্গাকার ক্যামেরার জায়গায় লম্বাটে আকৃতির ক্যামেরা মডিউল দেখা যেতে পারে আইফোন ১৭ প্রো-তে। সেলফি ক্যামেরাও হতে পারে আরও শক্তিশালী।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজের সব আইফোনে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফলে আরও পরিষ্কার সেলফি, উন্নত ভিডিও কল ও ভ্লগিং সম্ভব হবে।
তবে এখনো পর্যন্ত অ্যাপল আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু ঘোষণা দেয়নি। সূত্র: ইন্ডিয়া টুডে