অনার X5B প্লাস: দুর্দান্ত ব্যাটারি পারফরম্যান্সে ৪ বছরের নিশ্চয়তা!

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মুঠোফোন ব্র্যান্ড অনার দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। শনিবার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনারের এক্স সিরিজের নতুন সংযোজন এ স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাই-পারফরমেন্স ডিসপ্লে। যারা এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে অনার এক্স৫বি প্লাস। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে ফোনটির পাওয়ার-অ্যাফিশিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইনের ফোনটিতে সহজেই মানিয়ে যায়, হাতে নিয়ে স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অনলাইন ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এ ছাড়াও, অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও স্মার্টফোনটি ১৯ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই থাকবে।

তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার এক্স৫বি প্লাস নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী পারফরমেন্সে। স্মার্টফোনটিতে ১ হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারির সক্ষমতা থাকবে ৮৫ শতাংশ, যা চার বছরের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। এ অসাধারণ ব্যাটারি পারফরমেন্স অনার এক্স৫বি প্লাস-কে বর্তমানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারিযুক্ত স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অত্যাধুনিক এসব ফিচার সমৃদ্ধ অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে- মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা।
image

আপনার মতামত দিন