পারফরম্যান্স ও লুক-দু’দিকেই এগিয়ে লেনোভো স্লিম ৩আই সিরিজ

প্রকাশ: রবিবার, ০৬ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

শিক্ষা হোক কিংবা অফিসের জরুরি কাজ-প্রযুক্তির সহায়তা ছাড়া এখন সবই যেন অসম্পূর্ণ। ব্যবহারকারীদের প্রয়োজন ও বাজেট মাথায় রেখে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে এনেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের নতুন পাঁচটি মডেল। কার্যক্ষমতা, স্টাইল ও নির্ভরযোগ্যতার দিক থেকে এই ল্যাপটপগুলো সব ধরনের ব্যবহারকারীর চাহিদা পূরণে সক্ষম।

রেপটর লেক ও রেপটর লেক রিফ্রেশ প্রজন্মের ইন্টেল কোর আই প্রসেসর, ডিডিআর ৫ র‍্যাম আর মিলিটারি-গ্রেড মানের টেকনোলজি-সবই একসাথে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা থেকে শুরু করে অফিসের মিটিং সব কাজে হয়ে উঠুক সহজ, দ্রুত আর ঝামেলামুক্ত। 

এক নজরে সিরিজের মডেলসমূহ

আইডিয়াপ্যাড স্লিম ৩আই (83K100F6LK) : এতে রয়েছে ১৫.৩ ইঞ্চির বড় ডিসপ্লে, ইন্টেল কোর আই৫-13420H প্রসেসর আর ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম যা পড়াশোনা, মুভি দেখা ও লাইট মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।

আইডিয়াপ্যাড স্লিম ৩আই (83K00062LK) : ১৪ ইঞ্চির হালকা ল্যাপটপ (ওজন মাত্র ১.৩৯ কেজি)-ক্যাম্পাস, অফিস বা কফি শপ, সহজে নিয়ে যাওয়া যাবে সবখানে!

আইডিয়াপ্যাড স্লিম ৩আই (83K4003TLK): রেপটর লেক রিফ্রেশ কোর আই৫ ২১০এইচ প্রসেসর-বাজেট ফ্রেন্ডলি অথচ কাজের পারফর্মার!

আইডিয়াপ্যাড স্লিম ৩আই (83K40043LK): ২৪ জিবি ডিডিআর ৫ র‍্যাম, ব্যাকলিট কীবোর্ড আর প্রাইভেসি শাটার ক্যামেরা-হাই-টাস্কিং আর সিকিউরিটির জন্য এক কথায় পারফেক্ট!

আইডিয়াপ্যাড স্লিম ৩আই (83K40042LK): রেপটর লেক রিফ্রেশ কোর আই৭ ২৪০এইচ প্রসেসর আর ২৪ জিবি ডিডিআর ৫ র‍্যাম-পাওয়ার ইউজারদের জন্য একদম প্রিমিয়াম প্যাকেজ!

সব মডেলেই থাকছে মিলিটারি-গ্রেড টেস্টেড, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও, ওয়াই-ফাই ৬, এবং প্রি-ইনস্টলড উইন্ডোজ ১১ হোম।

২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ লেনোভোর এই নতুন মডেলগুলো এখনই পাবেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।
 

image

আপনার মতামত দিন