সিইএস ২০২৫-এ স্যামসাং ঘোষণা করবে গ্যালাক্সি এস২৫

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নতুন বছর মানেই সিইএস (কনজ্যুমার ইলেকট্রনিক্স শো), আর ২০২৫ সালেও তার ব্যতিক্রম নয়। লাস ভেগাসে ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বছরের বৃহত্তম প্রযুক্তি মেলা।

সিইএস ২০২৫-এর অংশ হিসেবে স্যামসাং একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে যে তাদের পরবর্তী আনপ্যাকড ইভেন্ট ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টটি স্যামসাংয়ের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে। অনুমান করা হচ্ছে, ইভেন্টে প্রতিষ্ঠানটি নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৫ উন্মোচন করতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত বছরের ১৭ জানুয়ারির আনপ্যাকড ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এস২৪ উন্মোচন করেছিল, যা ব্যবহারকারীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছিল। এবারের আনপ্যাকড ইভেন্টটি গত বছরের ইভেন্টের থেকে কয়েকদিন পরে অনুষ্ঠিত হলেও, তারিখটি পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। এই সামান্য পরিবর্তন স্যামসাংয়ের পণ্যের উন্নয়ন বা বাজার কৌশলের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচনের সময়সূচি দুই ভাগে ভাগ করেছে। বছরের শুরুতে গ্যালাক্সি এস লাইনআপ এবং বছরের মাঝামাঝি গ্যালাক্সি জেড ফ্লিপ ও জেড ফোল্ড ফোল্ডেবল ফোন উন্মোচন করা হয়।

এবারের ইভেন্টে স্যামসাং তাদের গ্যালাক্সি এআই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হ্যান্ডসেটগুলোতে জেনারেটিভ এআই প্রযুক্তি সংযুক্ত করা, যা গুগলের জেমিনি এবং অ্যাপলের ইন্টেলিজেন্স প্রযুক্তির মতো নিজস্ব একটি উদ্ভাবনী সমাধান হতে পারে। সূত্র: টেকক্রাঞ্চ
image

আপনার মতামত দিন