বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিটাচি ও দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ডিজিটাল যৌথভাবে বাজারে নতুন স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশওয়াশার নিয়ে এসেছে।
সম্প্রতি পণ্য দুটির আনুষ্ঠানিক বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বাজারে প্রথমবারের মতো হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশওয়াশার উন্মোচন করা হয়েছে।
এ নিয়ে ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘হিটাচির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তিকে নতুন আঙ্গিকে আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম প্রযুক্তি সবার ঘরে পৌঁছে দেওয়ার বিষয়ে আমাদের অঙ্গীকার রয়েছে।’ আর্সেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্স সেলসের (সিঙ্গাপুর) বিক্রয় পরিচালক তারুণ জেইন বলেন, ‘বাংলাদেশ সব সময় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে আমরা আধুনিক ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য, স্মার্ট ও শক্তিসাশ্রয়ী সমাধান তুলে ধরতে চাই।’