ভাঁজযোগ্য গেমিং মনিটর নিয়ে লাস ভেগাসে সিইএস-২২০২৫ মাতাচ্ছে এলজি

প্রকাশ: সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গেমিং মনিটরের প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করেছে এলজি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া সিইএস মেলায়  তাদের আলট্রাগিয়ার জিএক্স৯ ৪৫জিএক্স৯৯০এ মডেলটি প্রথমবারের মতো ৫কে২কে ওএলইডি ভাঁজযোগ্য ডিজাইন এবং অ্যান্টিগ্লেয়ার ও লো রিফ্লেকশন (এজিএলআর) প্রযুক্তি নিয়ে এসেছে।

মনিটরটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো, গেমের ধরন অনুযায়ী এর পর্দা সোজা বা বাঁকানো যায়। এই সুবিধার কারণে গেমাররা দীর্ঘ সময় আরামদায়কভাবে গেম খেলার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। মনিটরটি বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় প্রদর্শিত হচ্ছে।

এলজির তথ্যমতে, ভাঁজযোগ্য গেমিং মনিটরটির পর্দার আকার ৪৫ ইঞ্চি। এনভিডিয়া জি-এসওয়াইএনসি এবং এএমডি ফ্রিসিংক প্রিমিয়াম প্রো প্রযুক্তিনির্ভর মনিটরটিতে ৫কে২কে রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যাওয়ায় উন্নত গ্রাফিকসের যেকোনো গেম স্বচ্ছন্দে খেলা যায়। মনিটরটির রেসপন্স টাইম শূন্য দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড। এর পাশাপাশি দ্রুত রিফ্রেশ রেট সুবিধাও রয়েছে।

জানা গছে, সিইএস মেলায় আরও দুটি নতুন গেমিং মনিটর প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি।

আলট্রাগিয়ার জিএক্স৯ ৪৫জিএক্স৯৯০এ মডেলের মনিটরটির দাম কত হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আগামী ২৭ জানুয়ারি এক বিশেষ অনুষ্ঠানে মনিটরটির দামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে এলজি। সূত্র: নিউজ১৮, এলজি

image

আপনার মতামত দিন