ইন্দোনেশিয়ায় এআইভিত্তিক ল্যাংগুয়েজ মডেল ‘সাহবাত-এআই’ চালু

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় একটি এআই-ভিত্তিক ল্যাংগুয়েজ মডেল চালু করেছে ইন্দোনেশিয়ার টেলিকম জায়ান্ট ইন্দোসাট ওরেডু হাচিসন এবং দেশের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান গোটো গোজেক টোকোপিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি মডেলটির নাম ‘সাহবাত-এআই’।  

আজ আনুষ্ঠানিকভাবে এই  এআইভিত্তিক ল্যাংগুয়েজ মডেল চালু করা হয়। এটি  ইন্দোনেশিয়ার বিভিন্ন ভাষার জন্য উন্নত ভাষা মডেল তৈরি করতে সহায়তা করবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নতুন প্রযুক্তিটির সেবা সম্পর্কে কোম্পানি দুটি বিবৃতিতে জানিয়েছে, ‘সাহবাত-এআই’ ল্যাংগুয়েজ মডেলটি ইন্দোনেশিয়ানদেরকে ‘ইন্দোনেশিয়া ভাষা’ ও অন্যান্য স্থানীয় ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সেবা এবং অ্যাপ্লিকেশন তৈরি করার সুযোগ দেবে। এই সেবা স্থানীয় ভাষাগত বৈচিত্র্য এবং প্রেক্ষাপটের প্রতি সচেতনতা বজায় রেখে দেওয়া হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, এটি এআই সিঙ্গাপুর এবং ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা এবং পরামর্শকারী সংস্থা টেক মাহিন্দ্রা দ্বারা সমর্থিত, যারা চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়ার এআই এন্টারপ্রাইজ সফটওয়্যার, বিশেষ করে এনভিডিয়া নিমো ব্যবহার করেছে, তাদের মডেলটি প্রশিক্ষণ এবং এর ভাষাগত বোঝাপড়া উন্নত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে একাধিক বিশ্ববিদ্যালয় এবং মিডিয়া গ্রুপ এতে অংশগ্রহণ করবে।

প্রযুক্তিটির বিষয়ে বলা হয়েছে,  ‘সাহবাত-এআই’ মডেলটি, যা এনভিডিয়ার পূর্ণ-স্ট্যাক এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশিক্ষিত, প্রথম পর্যায়ে ৮-বিলিয়ন এবং ৯-বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট দুটি বড় ভাষা মডেল নিয়ে চালু করা হবে।

ইন্দোনেশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে এখন ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং মাইক্রোসফটসহ বিভিন্ন বড় কোম্পানি সেখানে তাদের ডেটা সেন্টার স্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।


image

আপনার মতামত দিন