ভারতের নিয়মিত জেনারেটিভ এআই টুল ব্যবহার করছে ৩১ শতাংশ মানুষ

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জেনারেটিভ এআইয়ের দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তখন ভারত একধরনের দ্বৈত বাস্তবতার মুখোমুখি। একদিকে যেমন মানুষের আগ্রহ ও প্রত্যাশা আকাশচুম্বী, অন্যদিকে বাস্তব প্রয়োগ ও সচেতনতার ক্ষেত্রে রয়েছে বড় ফাঁক।

‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এআই সম্পর্কে সম্প্রতি গুগলের এক সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে দেখা গেছে, ভারতের মাত্র ৩১ শতাংশ নাগরিক নিয়মিত জেনারেটিভ এআই টুল ব্যবহার করছে। অথচ এআই নিয়ে আগ্রহ বা ব্যবহারিক ইচ্ছা অনেক বেশি।  

প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের প্রায় ৬০ শতাংশ মানুষ এখনো জানেই না, এআই কীভাবে কাজ করে। প্রযুক্তি সম্পর্কে এই সীমিত জ্ঞানের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে সময়ের অভাব, ডিজিটাল জ্ঞানের ঘাটতি এবং প্রযুক্তির সাথে যোগাযোগে অনীহা।

প্রতিবেদনে আরও বলা হয়,  যদিও ব্যবহার কম, কিন্তু আকাঙ্ক্ষা প্রবল। সমীক্ষা অনুযায়ী, ৭৫ শতাংশ ভারতীয় নাগরিক মনে করেন এআই তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহযোগী হিসেবে কাজ করতে পারে। রান্না শেখা, সন্তানের পড়াশোনায় সহায়তা, সৃজনশীল কাজ-এমন বহু ক্ষেত্রেই তারা চায় এআই হোক একধরনের ডিজিটাল সহচর। ৮৪ শতাংশ ব্যবহারকারী চান, এআই শুধু কাজের ক্ষেত্রেই নয়, বরং জীবনের প্রতিটি স্তরে সৃজনশীল সহযোগিতা দিক।

জানা গেছে, ভারতীয় ব্যবহারকারীদের কাছে এআই থেকে সবচেয়ে প্রত্যাশিত তিনটি বিষয় হলো:

>> সৃজনশীলতা বৃদ্ধির সহায়তা (৭৭%)

>> কর্মদক্ষতা বাড়ানো (৭২%)

>> যোগাযোগের দক্ষতা উন্নয়ন (৭৩%)

এই তিনটি চাহিদাই দেখায়, এআইকে মানুষ কেবল প্রযুক্তি নয়, বরং একধরনের উন্নয়ন সহায়কের মতো ভাবতে শুরু করেছে।

 ভারতের জন্য একটি কার্যকরী প্ল্যাটফর্ম জেমিনি
এই প্রেক্ষাপটে গুগলের এআই প্ল্যাটফর্ম Gemini ভারতীয় ব্যবহারকারীদের জন্য হয়ে উঠেছে এক বড় সমাধান। তথ্য বিশ্লেষণ, লেখালেখিতে সহায়তা, রেসিপি খোঁজা থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ-সব কিছুতেই এটি সহায়ক। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, জেমিনি তাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ৬৯ শতাংশ বলেছেন, এটি তাদের শেখার যাত্রায় সহায়ক ভূমিকা রেখেছে।

ভবিষ্যতে ভিডিও তৈরি করবে ‘ভিও’
গুগল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, শিগগিরই Gemini-এর নতুন ফিচার ‘Veo’ আনা হবে, যা ব্যবহারকারীর ধারণা থেকে সরাসরি ভিডিও তৈরি করতে পারবে। এটি জেনারেটিভ এআইয়ের ব্যবহারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, বিশেষ করে শিক্ষা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য।

ভারতে এআই এখনো প্রাথমিক ধাপে রয়েছে ঠিকই, কিন্তু সম্ভাবনা ও চাহিদার দিক থেকে এর ভবিষ্যৎ উজ্জ্বল। প্রযুক্তির সঠিক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভারত দ্রুতই এআইকে নিজের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে পারবে। এআই যেন শুধু একটি টুল না হয়ে, হয়ে ওঠে মানুষের দক্ষতা বৃদ্ধির সঙ্গী-সেই আশাতেই রইলাম। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

image

আপনার মতামত দিন