ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিএনপি, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে ধন্যবাদ

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানে ঐক্যমত সংস্কার কমিশনকে সম্মতি জানিয়েছে বিএনপি, এনসিপি। এই স্বীকৃতি অন্যান্য রাজনৈতিক দলও অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করে বিএনপির এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

সোমবার (২১ এপ্রিল) দেশের সকল ইন্টারনেট গ্রাহকদের পক্ষে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময় আমরা দীর্ঘদিন যাবত ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানালেও তারা স্বীকৃতি প্রদান করেনি। গত  ২০২৪ সালের ২৭ নভেম্বর সংগঠনের একটি আলোচনা সভায় ইন্টারনেটকে মৌলিক অধিকার এবং ডাটা সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে সংবিধান সংস্কার কমিশনে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ডাটা সুরক্ষার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। পরবর্তীতে সংবিধান সংস্কার কমিশন  ইতিমধ্যে বিষয়টি আমলে নিয়ে সংবিধান সংস্কার কমিশন একটি প্রস্তাবনা তৈরি করেছে।

সংগঠনটির সভাপতি বলেন, আমরা লক্ষ্য করছি যে, ঐক্যমত সংস্কার কমিশন ইতিমধ্যে বিএনপি, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যে বিএনপি ও এনসিপি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানে একমত পোষণ করেছেন। আমরা রাজনৈতিক দলসমূহের স্বীকৃতি প্রদানের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি, অন্যান্য রাজনৈতিক দলও একইভাবে স্বীকৃতি প্রদানে সম্মত হবেন। একইভাবে সংবিধানের ৪৩ অনুচ্ছেদের ‘খ’ উপ-অনুচ্ছেদে নাগরিকের চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তা যেমন ই-মেইল, হোয়াটসঅ্যাপ কলিং অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল প্রকার ডাটা সুরক্ষার নিশ্চয়তা বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিটি যাতে আরো জোরালো হয়, এ ব্যাপারে রাজনৈতিক দলসমূহ নজর দিবেন বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, সেই সাথে নাগরিকের এই মৌলিক অধিকার বিষয়টি নিজ নিজ জায়গায় থেকে নিজের সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার এবং দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য  সকল গণমাধ্যমকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 

আপনার মতামত দিন