আধুনিক প্রযুক্তির সুজুকি জিক্সার ২৫০, টেস্ট রাইড করেন রাইডাররা

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাইডারদের মাধ্যমে নিজেরে  ২৫০সিসি সর্বশেষ মডেলের মোটর বাইকের গতি ও পারফর্মেন্স ঝালিয়ে দেখালো সুজুকি বাংলাদেশ। স্থানীয় পরিবেশ র‍্যানকন মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই ইভেন্টটির মাধ্যমে রাইডাররা আধুনিক প্রযুক্তির সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের উন্নত হ্যান্ডলিং, গতি এবং নিখুঁত ব্রেকিং নিয়ে নির্মাতাদের দাবির সাঙ্গ কতটা মিল আছে তা হ্যান্ডস অন অভিজ্ঞতা গ্রহণ করেন।

ইভেন্টটিতে রাইডাররা সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মোটরবাইক নিয়ে নির্ধারিত ট্র্যাকে টেস্ট রাইড করেন, যেখানে তারা ২৫০সিসি এসওসিএস ইঞ্জিনের শক্তিশালী পারফরম্যান্স, অ্যারোডাইনামিক ডিজাইন, স্ট্যাবিলিটি ও রেসপন্সিভ ব্রেকিং সরাসরি পরীক্ষা করার সুযোগ পান।

বুধবার ইভেন্ট নিয়ে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাইকারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পেশাদার সেফটি ব্রিফিং-এর পাশাপাশি অংশগ্রহণকারীদের হেলমেট ও প্রোটেক্টিভ গার্ড সরবরাহ করা হয়, যাতে তারা নির্ভয়ে রাইডিং করতে পারেন। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর বাইকিং চ্যালেঞ্জ, যেখানে রাইডাররা তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং আকর্ষণীয় সব পুরস্কার জেতেন। এছাড়া সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড ইভেন্টটিকে আরও স্মরণীয় করতে অংশগ্রহণকারীদের আকর্ষণীয় সুজুকি-ব্র্যান্ডেড গিফট হ্যাম্পার উপহার দেন।

আয়োজন নিয়ে র‍্যানকন মোটরবাইকস লিমিটেড-এর নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান বলেন, “বাইকাররা যে শুধুমাত্র তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই বাইক রাইডিং করে-এমনটি না; তাদের জন্য ভ্রমণের রোমাঞ্চ এবং অভিজ্ঞতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সুজুকি এটা মাথায় রেখেই পারফর্মেন্স ও কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আজ, আমরা আপনাদের সামনে ২৫০সিসি ইঞ্জিনের চেয়েও বেশি কিছু নিয়ে এসেছি; আমরা নিয়ে এসেছি, উদ্দামতা এবং উচ্ছ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ, যা বাইকারদেরকে দুর্দান্ত রাইডিং-এর অনুভূতি দিবে।”

সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল রাইডারদের সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর বাস্তব অভিজ্ঞতা দেওয়া। আমরা চেয়েছি তারা শুধু পারফরম্যান্সই নয়, বরং সুজুকির রাইডিং কমফোর্ট ও রোমাঞ্চও উপভোগ করুক। আজকের ইভেন্টে বাইকারদের অসাধারণ উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্য আরও বেশি ইন্টারঅ্যাকটিভ রাইডিং ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করছি।”
image

আপনার মতামত দিন