কাওয়াসাকি কেএলএক্স ২৩০ এলো বাজারে

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 কাওয়াসাকি মোটরস বা আইকেএম ২০২৪-এর শেষ লগ্নে এসে তাদের একটি নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হল। মডেলটির নাম কাওয়াসাকি কেএলএক্স ২৩০। এটি একটি ডুয়েল স্পোর্টস বাইক। নতুন লঞ্চ হওয়া মডেলটির দাম ভারতে তিন লাখ ৩০ হাজার রুপি। এই বাইকটি অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে এসেছিল। এবার এলো ভারতে। বাংলাদেশে আসবে কিনা তা এখনো জানা যায়নি।

কাওয়াসাকি কেএলএক্স ২৩০ বিশেষভাবে অফ-রোড রাইডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে পাওয়ার-টু-ওয়েট রেশিও কম রাখা হয়েছে। এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল রোড-লিগ্যাল ডুয়েল-স্পোর্টস মোটরসাইকেলগুলোর মধ্যে একটি। অর্থাৎ রাস্তায় চলাচলের জন্য এটি বৈধ। হালকা ওজন বজায় রাখতে বাইকটিতে ন্যূনতম বডি প্যানেল ব্যবহার করা হয়েছে। রোড-লিগ্যাল করতে এতে এলইডি হেডল্যাম্প, ইন্ডিকেটর এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে।

কাওয়াসাকি কেএলএক্স ২৩০ বাইকের ডিজাইনে রয়েছে হাই-মাউন্টেড মাডগার্ড। একটি ছোট ৭.৬ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট সিট এবং একটি সংক্ষিপ্ত টেইল সেকশন। বাইকটির সিটের উচ্চতা ৮৮০ মিমি এবং কার্ব ওজন মাত্র ১৩৯ কেজি। যারা ছোট উচ্চতার রাইডার তাদের জন্য কাওয়াসাকি একটি লোয়ার সিট অপশনও প্রদান করবে। ডুয়েল-স্পোর্ট মোটরসাইকেলটি দুটি রঙে পাওয়া যাচ্ছে – লাইম গ্রিন এবং ব্যাটল গ্রে।

এই বাইকটি চালিত হয় একটি ২৩৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন দ্বারা। যা ৮,০০০ আরপিএম-এ ১৮.১ বিএইচপি এবং ৬,৪০০ আরপিএম-এ ১৮.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে একটি ৬-স্পিড গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে।

মোটরসাইকেলটিতে রয়েছে টিউবুলার স্টিল ফ্রেম, যার সাসপেনশন হিসাবে সামনের দিকে ৩৭ মিমি টেলিস্কোপিক ফর্ক (২৪০ মিমি ট্র্যাভেল) এবং পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল লিঙ্ক-টাইপ মনোশক (২৫০ মিমি ট্র্যাভেল) ব্যবহৃত হয়েছে। বাইকটির ২১ ইঞ্চির ফ্রন্ট এবং ১৮ ইঞ্চির রিয়ার স্পোক হুইলে এমআরএফ টায়ার লাগানো রয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৬৫ মিমি। ব্রেকিং সিস্টেমে সামনের দিকে ২৬৫ মিমি ডিস্ক এবং পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া বাইকটিতে সুইচেবল এবিএসও রয়েছে।
image

আপনার মতামত দিন