স্ট্রিট নেকেড মোটরসাইকেল কেটিএম ৮৯০ ডিউক আর, দাম সাড়ে ১৪ লাখ রুপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাজারে কেটিএম নতুন আগ্রাসী ডিজাইনের মোটরসাইকেল। যার মডেল কেটিএম ৮৯০ ডিউক আর। এই স্ট্রিট নেকেড মোটোরসাইকেলের দাম  ভারতে সাড়ে ১৪ লাখ রুপি। এই নতুন বাইক কেটিএম ইন্ডিয়ার বিগ বাইক পোর্টফোলিও ঢেলে সাজানোর সাক্ষ্য বহন করে। চলুন বাইকটির প্রসঙ্গে বিস্তারিত জানা যাক।

স্টাইলিংয়ের দিক থেকে কেটিএম ৮৯০ ডিউক আর মডেলে রয়েছে শার্প এবং আগ্রাসী ডিজাইন। তবে এ সত্ত্বেও কেটিএম-এর আদি ঘরানা বজায় রাখা হয়েছে। এতে উপস্থিত অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, আক্রমণাত্মক ট্যাঙ্ক এক্সটেনশন এবং উন্মুক্ত অ্যালুমিনিয়াম সাবফ্রেম। সবমিলিয়ে বাইকটিতে স্ট্রিট ন্যাকেড লুক ফুটিয়ে তোলা হয়েছে। আবার আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে এই বাইক। যার মধ্যে একটি অরেঞ্জ কালার সাব-ফ্রেম এবং হুইল।

চাকায় এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৮৯০ সিসি, লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ১২১ বিএইচপি পাওয়ার এবং ৯৯ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স এবং একটি স্লিপার ক্লাচ। এই ইঞ্জিন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুখ্যাত।

কেটিএম ৮৯০ ডিউক আর মডেলে উপস্থিত একটি ফুল অ্যাডজাস্টেবল টিউবুলার স্টিলফ্রেম, ডব্লিউপি অ্যাপেক্স ফ্রন্ট ফর্ক এবং ডব্লিউপি মোনোশক সাসপেনশন। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে সামনে ৩২০ মিমি ব্রেম্বো রেডিয়াল ক্যালিপার এবং পেছনে ২৪০ মিমি ব্রেম্বো সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক রয়েছে।

ফিচারের সম্পর্কে বললে এই বাইকে রয়েছে লিন-সেনসিটিভ ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, নাইন-লেভেল টিসি সেটিংস এবং তিনটি রাইড মোড – রেইন, স্ট্রিট এবং স্পোর্ট রয়েছে। একটি অপশনাল ট্র্যাক মোডও উপস্থিত। এছাড়াও বাইকটিতে ফুল এলইডি লাইট এবং কালার টিএফটি ডিসপ্লের দেখা মিলেছে।
image

আপনার মতামত দিন