ভারতের ইলেকট্রিক বাইক বাজারে নতুন উত্তেজনার নাম আল্ট্রাভায়োলেট শকওয়েভ। একদিকে পরিবেশবান্ধব প্রযুক্তি, অন্যদিকে চমকপ্রদ পারফরম্যান্স-সব মিলে এই ই-বাইক ইতিমধ্যে তরুণ রাইডারদের হৃদয় জয় করে নিয়েছে। শুধু মার্চ ২০২৫-এ উন্মোচনের পর মাত্র কয়েক মাসের মধ্যেই ৭,০০০-এরও বেশি প্রি-অর্ডার-সবাইকে চমকে দিয়েছে এই সংখ্যাটি।
প্রারম্ভিক অফারে হুল্লোড়
আল্ট্রাভায়োলেট শকওয়েভ লঞ্চের সময় সংস্থাটি ঘোষণা দিয়েছিল-প্রথম ১০০০ গ্রাহকের জন্য থাকবে বিশেষ মূল্য ১.৫০ লাখ রুপি। চাহিদার ভিত্তিতে পরে আরও ১০০০ জনকে সেই অফারের আওতায় আনা হয়। বর্তমানে বাইকটির দাম নির্ধারিত হয়েছে ১.৭৫ লাখ রুপি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই শুরু হবে সরবরাহ।
শক্তি ও গতি-দুই-ই সমানভাবে
শকওয়েভ শুধুই ইলেকট্রিক বললে ভুল হবে-এটি যেন রোডে চলা এক টেকনো-পাওয়ার হাউস! এতে রয়েছে-
>> ১৪.৫ বিএইচপি মোটর
>> ৫০৫ নিউটন-মিটার টর্ক
>> ৪ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি
>> ১৬৫ কিমি রেঞ্জ (IDC রেটিং অনুযায়ী)
>> ০-৬০ কিমি/ঘণ্টা মাত্র ২.৯ সেকেন্ডে
>> সর্বোচ্চ গতি: ১২০ কিমি/ঘণ্টা
আধুনিক প্রযুক্তিতে ঠাসা
আধুনিক চালকদের জন্য প্রাসঙ্গিক ফিচার না থাকলে কি চলে? শকওয়েভ এসেছে একগুচ্ছ স্মার্ট সুবিধা নিয়ে:
>> সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল ABS
>> সম্পূর্ণ LED আলো
>> চারটি ট্র্যাকশন মোড
>> ছয়-স্তর বিশিষ্ট রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম।
এর গঠনশৈলীও এক কথায় দুর্দান্ত-ইস্পাত ফ্রেম, সামনে টেলিস্কোপিক ফর্ক, পেছনে মনোশক সাসপেনশন, আর চাকা?
সামনে ২১ ইঞ্চি, পেছনে ১৭ ইঞ্চি, মোড়া হয়েছে দ্বৈত-উদ্দেশ্য টায়ারে-অফ-রোড কিংবা অন-রোড, সবখানে চলে।
নতুন প্রজন্মের রাইডারদের জন্য পারফেক্ট পছন্দ
শুধু গতির জন্য নয়, টেক-সেভি ও পরিবেশ সচেতন চালকদের মাথায় রেখেই তৈরি এই বাইক। যারা চাইছেন শক্তিশালী মোটরের সঙ্গে কম রক্ষণাবেক্ষণ, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যতমুখী রাইড-তাদের জন্য শকওয়েভ এক আদর্শ নাম।
আল্ট্রাভায়োলেট জানিয়েছে, বাইকটির আরও টেকনিক্যাল স্পেসিফিকেশন, রোড টেস্ট রিপোর্ট এবং উৎপাদনের বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
মোটরসাইকেলের বিকল্প নয়-বরং ভবিষ্যতের পথ!
আল্ট্রাভায়োলেট শকওয়েভ কেবল আরেকটি ই-বাইক নয়-এটি ইলেকট্রিক বাইকের বিবর্তনে এক গুরুত্বপূর্ণ ধাপ। যারা চায় পরিবেশবান্ধব গতির পাশাপাশি ফিচার-প্যাকড রাইডিং অভিজ্ঞতা, তাদের জন্য এই বাইক হতে চলেছে পরবর্তী পছন্দ।