ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ এক্সিবিশন ২০২৫ শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) অংশ হিসেবে ঢাকায় আয়োজন করা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক এক্সিবিশন ২০২৫। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এই আয়োজনের মূল উদ্যোক্তা চীনের গণপ্রজাতন্ত্রী দূতাবাস ও বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংগঠন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)। প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

প্রদর্শনীতে প্রকৌশল ও নির্মাণ, ভারী যন্ত্রপাতি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, ব্যাংকিং ও আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খলসহ একাধিক খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা তুলে ধরবে।

বাংলাদেশে চীনের বিনিয়োগে এরই মধ্যে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র অন্যতম। এসব প্রকল্প দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিল্প ও বাণিজ্যে গতি এনেছে।

এই প্রদর্শনী শুধুমাত্র পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং দুই দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্পপ্রতিনিধিদের মধ্যে বিনিয়োগ সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব তৈরির সুযোগ তৈরি করবে।

আয়োজকেরা আশা করছেন, এই প্রদর্শনী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়ন, আঞ্চলিক সংযোগ ও অভিন্ন প্রবৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একই সঙ্গে নতুন বাজারের খোঁজে ও বাণিজ্য সম্প্রসারণে এটি নতুন দিগন্ত খুলে দেবে।

image

আপনার মতামত দিন