রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সোমবার, (৭ জুলাই) দেশে প্রচলিত তদারকি ব্যবস্থার পরিবর্তে ঝুঁকিনির্ভর তদারকি বা আরবিএস পদ্ধতি চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাতে জবাবদিহিতামূলক ও ঝুঁকি সচেতন সংস্কৃতি প্রতিষ্ঠা, সুপারভিশন কার্যকারিতা বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যে প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করতে আগামী ১ জানুয়ারি থেকে সকল তফসিলি ব্যাংকে আরবিএস চালু হবে।’
আহসান এইচ মনসুর বলেন, ‘ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে। ২০টি ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।’