প্যারিসের সেইন নদী-যার প্রান্ত ঘেঁষে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে শিল্প, সংস্কৃতি আর সভ্যতার উজ্জ্বল ইতিহাস-সেই নদীই দীর্ঘ একশ বছর পর আবার সাঁতারের জন্য উন্মুক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য।
১৯২৩ সালের পর থেকে দূষণের কারণে জনসাধারণের সাঁতারের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়ে নদীর পানি পরিশুদ্ধ করে তা ফিরিয়ে আনা হয়েছে তার পুরনো গৌরবে।
অবশেষে বাস্তব হলো মেয়র জ্যাক শিরাকের স্বপ্ন
১৯৮৮ সালে প্যারিসের তৎকালীন মেয়র ও পরে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়া জ্যাক শিরাক ঘোষণা দিয়েছিলেন-"একদিন প্যারিসবাসী আবার সেইন নদীতে সাঁতার কাটবে।"
সেই স্বপ্ন বাস্তব করতে প্রায় ১৪০ কোটি ইউরো বিনিয়োগ করেছে ফরাসি কর্তৃপক্ষ। নদীর পানির গুণমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, পরিশোধন ব্যবস্থা এবং ড্রেনেজ সিস্টেমে নানা পরিবর্তন আনা হয়। যদিও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ড্রেন থেকে দূষিত পানি গিয়ে পড়ার সমস্যা মাঝে মাঝে দেখা দিয়েছে, তবে অলিম্পিক কমিটির সদস্য ও শহরের মেয়র আন হিদালগো নিজেরাই নদীতে সাঁতার কেটে জনগণকে আশ্বস্ত করেছেন-এটি এখন সম্পূর্ণ নিরাপদ।
যে কেউ, বিনামূল্যে, নদীতে ঝাঁপ দিতে পারেন!
২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সেইন নদীর তিনটি নির্ধারিত স্থানে মানুষ সাঁতারের সুযোগ পাচ্ছেন।
এই স্থানগুলো হলো:
>> আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা
>> নটর ডেম ক্যাথেড্রালের আশপাশ
>> শহরের পূর্বাঞ্চলীয় অঞ্চল
প্রতিদিন এখানে ১,০০০ জনের বেশি মানুষ বিনামূল্যে সাঁতার কাটতে পারছেন। প্রতিটি স্থানে থাকছে:
>>পর্যাপ্ত নিরাপত্তা: প্রশিক্ষিত লাইফগার্ড সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন
>>বিচের মতো সাজানো বসার ও বিশ্রামের স্থান: প্রতি পয়েন্টে একসঙ্গে ৩০০ জন বিশ্রাম নিতে পারবেন
>>চেঞ্জিং রুম ও শাওয়ার সুবিধা: পুরোপুরি জনবান্ধব পরিবেশ
>>স্থানীয় সময় প্রতিদিন সকাল ৮টা থেকে সাঁতারুদের ঢল নামে নদীতে।
সাঁতারের চেয়ে বেশি কিছু: একটি পরিবেশ সচেতনতার বার্তা
সেইন নদীতে সাঁতারের সুযোগ শুধু একটি বিনোদন নয়, বরং এটি পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাফল্যও বটে। পানির মান উন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এটি একটি অনন্য উদাহরণ হয়ে উঠছে।
প্যারিস যেন আবারও প্রমাণ করল-ইচ্ছা, পরিকল্পনা ও নাগরিক উদ্যোগ থাকলে শতবর্ষ পুরনো নিষেধাজ্ঞাও কাটিয়ে ওঠা সম্ভব।
যারা প্যারিসে থাকেন বা সফরে যাবেন, তাদের জন্য এই গ্রীষ্মে সেইন নদীতে সাঁতার কাটা এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। নদীর ইতিহাস, আইফেল টাওয়ারের ছায়া, আর শীতল পানির পরশ-সব মিলিয়ে এটি এক অনন্য আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে।
একশ বছর পরে সেইন নদীতে আবার প্রাণ ফিরে এসেছে। এটি শুধু প্যারিসবাসীর নয়, সমগ্র পৃথিবীর জন্যই এক আনন্দের খবর।