আবারও স্থগিত করা হলো ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে বৃহস্পতিবার ( ২৪ জুলাই) অনির্দিষ্টকালের জন্য ভোটগ্রহণ স্থগিত করে চিঠি দিয়েছে নির্বাচন বোর্ড।
তফসিল অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোটার তালিকা সংশোধনের পর আগামী ২৬ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য ছিলো। তবে উচ্চ আদলতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেয়া ৬ মাসের স্থগিতাদেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বোর্ডের অপর দুই সদস্য ড. শাহাদাৎ হোসেন এবং রেজাউল করিমেরও সই রয়েছে।
>> আরও পড়ুন: ই-ক্যাব কার্যনির্বাহী কমিটির নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে?
উচ্চ আদালতের রায় অনুযায়ী, সংগঠনটির ৩০৭ নম্বর সদস্য নির্বাচনের জন্য গঠিত বোর্ড ও আপিল বোর্ড-কে প্রশ্নবিদ্ধ করে বাণিজ্যমন্ত্রণালয়কে বিবাদী করে রিটটি দায়ের করেন। অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর ধার্যকৃত নির্বাচনী তফসিল ঠিক রেখে গত ৩ মার্চ পুনঃতফসিল করার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। এটি বাণিজ্য সংগঠন আইনের লঙ্ঘন উল্লেখ করে নির্বাচনের কার্যক্রম স্থাগিতাদেশ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদলত ৬ মাসের জন্য ভোট গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
>> আরও পড়ুন: অনিবার্য কারণে ই-ক্যাবের নির্বাচন স্থগিত
>> আরও পড়ুন: ই-ক্যাব নির্বাচন ২০২৫: ভোট গ্রহণ হবে ২৬ জুলাই
আদেশে সংশ্লিষ্ট পক্ষকে ওই সময়ে দেওয়া আদেশ অফিস আদেশ এবং নির্বাচন তফসিলকে কেন অবৈধ ঘোষণা করে রুল জারি করা হবে না মর্মে আগামী ১৯ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে লিখিতভাবে কারণ ব্যাখ্যা করে আদালতে উপস্থিত হতে হবে। এই পক্ষে রয়েছেন- বাণিজ্য সচিব, বাণিজ্য সংঘের মহাপরিচালক, ই-ক্যাব প্রশাসক, বাণিজ্য সংঘ-১ এর সিনিয়র অ্যাসিটেন্ট সেক্রেটারি, নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও নির্বাচন আপিল বোর্ড চেয়ারম্যান।
>> আরও পড়ুন: একই তফসিলের মধ্যে ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৬ জুলাই
গত ২০ জুলাই ই ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। সে সময় এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন সংগঠনের সদস্য ও প্রার্থীরা। এরপর ২৬ জুলাই ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী।
প্রসঙ্গত, ই-ক্যাব নির্বাচনে ভোটার ছিলেন ৫০২ জন। তবে নির্বাচন স্থগিতের পরে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন আরও ৩৩৩ জন ভোটার। এর ফলে নির্বাচনে মোট ৮৩৫ জন ভোটার নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।