আসছে উদ্যোক্তা ভূমির আয়োজনে ‘শীতের হাওয়া’

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 নতুন উদ্যোক্তাদের গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ত করতে উদ্যোক্তা ভূমি নামে এক অভিনব উদ্যোগ চালু করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। চলতি বছরের সেপ্টেম্বরে ‘উদ্যোক্তা ভূমি’ আয়োজন করেছিল ‘শরৎ হাওয়া’ নামে একটি বিশেষ প্রদর্শনীর।

এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে  অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শীতের হাওয়া’ শীর্ষক প্রদর্শনী। ১৮ ডিসেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

৭ দিনব্যাপী আয়োজনে  উদ্যোক্তারা তাদের পণ্যের মান নিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।


বুটিক শিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য নয়, নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপননসহ বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে অনুপ্রেরণা দিতেই বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা তৈরি করেছেন ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’।


ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরে প্রতি মাসেই আয়োজন হচ্ছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র আড্ডা। যেখানে বিভিন্ন স্থান থেকে নানা বয়স ও পেশার উদ্যোক্তারা উপস্থিত থাকেন। বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা সবার কাছে গিয়ে তার পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন।

এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিশেষ প্রদর্শনী ‘শরৎ হাওয়া’। এতে ব্যাপক সাড়া পেয়ে ‘শীতের হাওয়া’ শীর্ষক প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি নিয়েছে উদ্যোক্তা ভূমি।  

 যেসব উদ্যোক্তা এই আয়োজনে নিজেদের তৈরি পণ্য প্রদর্শনী করতে চান, তাদের বিশ্বরঙ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

‘শীতের হাওয়া’ প্রদর্শনী আয়োজনের নিয়মিত তথ্য জানতে চোখ রাখুন   ‘উদ্যোক্তা ভূমি’ অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।  আর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে কল করা যাবে ০১৯৩০-২১৬৫৭৩ এবং ০১৭১২-০৭৭৮৭৭ এই মোবাইল নম্বরে।

image

আপনার মতামত দিন