নানা আয়োজনে দশক পূর্তি উদযাপন করলো ই-ক্যাব

প্রকাশ: শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দশক পূর্তি উদযাপন করলো ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। শনিবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন এক মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন ধরনের গানের সুরে সুরে মুখরিত হয় অনুষ্ঠান স্থল। কুশল বিনিময় ও কফির আড্ডায় মেতে উঠেন সদস্যরা।

রাত সাড়ে নয়টার দিকে অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কাটেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার।  

প্রধান অতিথির বক্তব্যে স্টার্টআপদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, একডেমিয়া, সররকার, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের নিয়েই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।

এর আগে দশক পূর্তির অনুষ্ঠানে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তিনি কাজ করছেন। এজন্য ইতিমধ্যেই নির্ভুল ভোটার তালিকা তৈরির প্রথম ধাপ হিসেবে সদস্য তালিকায় সঠিক সদস্য বাছাই এবং নথি সংক্রান্ত সমস্যা জনিত সদস্যদের ভোটদান প্রক্রিয়া থেকে বাদ রাখার কার্যক্রম চলমান রয়েছে। এজন্য শিগগরিই চূড়ান্ত তালিকা করতে একটি প্রতিনিধি দল গঠন করা হবে। এর পর সরকারি ব্যক্তিদের নিয়ে গঠন করা হবে নির্বাচন কমিশন।

এসময় অবৈধ সদস্যদের বিষয়ে লিখিত অভিযোগ দাখিলের আহ্বান জানান ই-ক্যাব প্রশাসক।

প্রসঙ্গত, ২০১৪ সালে মাত্র ৫৩ জন ফাউন্ডিং মেম্বার নিয়ে শুরু করা ই-কমার্স অ্যাসোসিয়েশন। ৮ নভেম্বর ১০ বছরে পদার্পণ করে ই-কমার্স ব্যবসায়ীদের এই সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৮০০।


image

আপনার মতামত দিন