আফ্রিকায় ই-লার্নিংয়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২০
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গত তিন বছরে আফ্রিকার ই-লার্নিং বা মোবাইল লার্নিং মার্কেটের বৃদ্ধি ৩৯ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৮ সাল নাগাদ ই-লার্নিং ৫৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাজারে পরিণত হয়েছে। আফ্রিকায় ই-লার্নিংয়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ইন্টারনেট বা ব্রডব্যান্ড নেটওয়ার্কের অবস্থাও ভালো না।

ইউ এন ব্রড়ব্যান্ড কমিশনের মতে, পৃথিবীর ১০ টি দেশের মধ্যে ৮ দেশ আফ্রিকার যেখানে ২% এর ও কম ইন্টারনেটের প্রসার হয়েছে বা অনুপ্রবেশ করেছে। দেশগুলো হল- ইথিউপিয়া, নাইজেরিয়া, সিয়েরে লিওন, গিনি, সোমালিয়া, বুরুন্ডি, ইরিত্রিয়া এবং সাউথ সুদান।

সাউথ আফ্রিকা, কেনিয়া, ঘানা, নাইজেরিয়া আফ্রিকান সমৃদ্ধ দেশ, যেখানে যোগাযোগ ব্যবস্থা একটু ভালো এবং অন্যান্য এলাকার চেয়ে সস্তা।

আরেকটি বিষয় হল- আফ্রিকায় বেশিরভাগ তৃতীয় প্রতিষ্ঠান এখনও ইউকে, আমেরিকা বা ফ্রান্স থেকে পাঠ্যপুস্তক ব্যবহার করে। স্থানীয়ভাবে উন্নত পাঠ্যক্রমের সামগ্রীটি কঠোরভাবে প্রয়োজন। এখন তা উন্নত করাও দরকার, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ, শিক্ষকদের পর্যাপ্ত শিক্ষা সামগ্রীর অভাব, দক্ষতার অভাব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শিক্ষার তেমন প্রসার ঘটাতে পারেনি বা উন্নয়ন করতে পারেনি। ই-লার্নিং এই শুন্যতা বা ফাঁকা চ্যালেঞ্জটাকে অনেকাংশে পূর্ণ করেছে।

GetSmarter একটি অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম। ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ ফার্ম, অ্যাম্বিয়েন্ট ইনসাইট রিসার্চ বলেছে যে, ২০১৫ সালে “self-paced e-learning” বিশ্বব্যাপী বাজারে ৪৭.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিশ্বব্যাপী গবেষকরা আশা করছেন, ২০২০ সালের মধ্যে ই-লার্নিং আয় ৫০.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এই মার্কেটে সর্বোচ্চ স্থান আফ্রিকা হবে।

আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশ এবং ই-লার্নিং উপযোগী। আফ্রিকায় ই-লার্নিং বৃদ্ধি হার প্রায় ১৬.৩%। এই ই-লার্নিং প্লাটফর্মগুলো বেশিরভাগ আফ্রিকান দেশগুলির জন্য উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা হয়েছে, যাতে সেখানে সবাই ই-লার্নিংয়ের সুবিধায় নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে।

২০১৫ সালের রাজস্ব আয় ৫২৩ মিলিয়ন ডলার এবং ২০২০ সালের মধ্যে এটি প্রায় ১.১ বিলিয়ন ডলারের বাজার হবে।

GetSmarter সফলভাবে তাদের ই-লার্নিং প্লাটফর্মটিকে পরিচালনা করতে পারছে এবং বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তারা আফ্রিকান উদ্যোক্তাদের পরবর্তী যুগের জন্য নতুন কিছু উপহার দিতে চায় এবং উৎসাহ প্রদান করে শ্রমিক, ব্যবসায় মালিক এবং নির্বাহকদের নতুন কিছু করতে।

লেখক : নাজমুন নাহার নূপুর, কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ

image

আপনার মতামত দিন