পডকাস্ট তৈরী করে যে অ্যাপ বা হোস্টিং সাইটে আপলোড করা হয় তাকে পডকেচার বলা হয়। যেমন- আই টিউনস, সাউন্ড ক্লাউড, পডবিন, অ্যাংকর (Anchor) ইত্যাদি।
ব্যক্তিগতভাবে অ্যাংকর (Anchor) অ্যাপটি আমার অনেক পছন্দ। কারণ এখানে সবকিছু এখন পর্যন্ত ফ্রি। আপনি আপনার পডকাস্টিং এই অ্যাপটি দিয়ে শুরু করতে পারেন। আমি নিজে এখানে আমার ই-লার্নিং সিরিজ আপলোড করা শুরু করেছি। সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের জন্য লেখা-
Anchor একটি পডকেচার বা পডকাস্ট হোস্টিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার পডকাস্ট আপলোড করতে পারবেন। আপনার নিজের পডকাস্টিং সবাইকে শোনাতে পারবেন। আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন।
ইন্টারনেট না থাকলেও অফলাইনে তারা আপনার পডকাস্ট শুনতে পারবেন। তবে, অবশ্যই প্রথমে ডি এস বি গ্রুপে নুন্যতম ১০০ পডকাস্ট করে অনুশীলন করে নিবেন। এতে করে আপনি আপনার ভালো মন্দ দিকগুলো নিয়ে নিজেই বুঝতে পারবেন, যা আপনাকে আরো ভালো করতে সহায়তা করবে।
#Anchor অ্যাপ ব্যবহারের নিয়ম
১। অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের গুগল প্লে-স্টোর থেকে এবং আই-ফোন ব্যাবহারকারীদের অ্যাপ স্টোর থেকে Anchor লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে দেখবেন একটি বেগুনী রঙয়ের অ্যাপ ইমেজ দেখা যাবে, লেখা থাকবে, Anchor- Make your own podcast। অ্যাপটি সিলেক্ট করুন, ইন্সটল করতে দিন।
২। ইন্সটল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করলে ছবির মতো একটি ভিউ আসবে। ছবিটি ভালো মতো দেখুন। ছবিটিতে নাম্বার দেয়া আছে। সেই অনুযায়ী লক্ষ্য করুন।
১ নং ছবির Sign up with E-mail একটি ট্যাব। এটি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে ২ নং ছবির মতো একটি উইন্ডো আপনার মোবাইলে ওপেন হবে। এখানে আপনি আপনার নাম, ইমেইল এড্রেস এবং এই এ্যাপ এর জন্য আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড দিয়ে, নিচে sign up এ ক্লিক করবেন। সাথে সাথে আপনার Anchor এ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
এরপর আপনার মোবাইলে ৩ নং ছবির মতো একটি উইন্ডো দেখা যাবে। একেবারে নিচে যে ট্যাবটি আছে I want to listen podcast তাতে সিলেক্ট করুন। (উপরের ট্যাব দুটি নিয়ে পরের পর্বগুলোতে আলোচনা করা হবে।) I want to listen podcast এ সিলেক্ট করলে আরো একটি উইন্ডো আপনার মোবাইলের স্ক্রীনে আপনি দেখতে পাবেন।
এখন আপনি যেকোন পডকাস্ট এখান থেকে শুনতে পারবেন। আপনারা এখানে স্ক্রীন উপরে অথবা নিচে নিয়ে যত গুলো ছবি দেখতে পাবেন, সবই এক একটি আলাদা পডকাস্ট।
যদি আপনি পেশাগতভাবে পডকাস্ট আপলোড করার জন্য অ্যাকাউন্টটি খোলেন, তাহলে কিছু ব্যাপার খেয়াল রাখবেন- আপনি যে নাম দিবেন ২ নং ছবির Name এ, তাই আপনার Anchor অ্যাকাউন্ট এর নাম হবে। তাই সেভাবেই নাম দিবেন।
এখানে এমন একটি ই-মেইল অ্যাড্রেস দিবেন যা আপনি অন্য কোন কাজে ব্যাবহার করবেন না। এতে করে আপনার কিছু সুবিধা হবে। তার মধ্যে একটি হলো, Anchor অনেক নিউজলেটার এবং নির্দেশনা পাঠায়, যা নতুন হিসেবে আপনার পড়ার দরকার আছে। এছাড়া এই ই-মেইল অ্যাড্রেসটি আপনাকে পরে আরও অনেক জায়গায় দিতে হতে পারে। তাই আলাদা থাকাই ভালো। আরো ভালো হবে যদি জি-মেইল হয়।
আপাতত Anchor এ আপনারা বাংলাদেশের দুটো পডকাস্ট চেনেলই খুঁজে পাবেন ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ থেকে। সার্চ বারে আপনারা তাদের নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এরপর চাইলে আপনারা তাদের বাংলা পডকাস্ট শুনতে পারেন। চ্যানেল দুটি হলো-
১। Fahreen Hannan
২। SemeCast
এর বাইরে অনেক সুন্দর সুন্দর পডকাস্ট আছে। অবশ্যই আপনারা শুনবেন। আর জানাবেন আমাকে কেমন লাগলো। পডকাস্ট পেশাগতভাবে করতে হলে, অনেক ধরনের পডকাস্ট শোনার দরকার আছে। এতে করে আপনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন।
অ্যাকাউন্ট ওপেন করতে কারো কোন সমস্যা হলে জানাবেন। আমি উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করবো। আগামী পর্বে পডকাস্ট কিভাবে আপলোড করা যায়, তা জানাবো। সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।
লেখক : সোনিয়া সোহানা সিমি, উদ্যোক্তা, কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ