নতুন চার ব্র্যান্ডের এআইওটি প্রযুক্তিপণ্যর যাত্রা শুরু

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংগস) প্রযুক্তিপণ্য এনেছে আকিজ টেলিকম লিমিটেড। এসব পণ্য গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিতের পাশাপাশি মোবাইল খাতের সম্প্রসারণে অবদান রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বুধবার ঢাকার বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রযুক্তিপণ্যগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান এবং ওয়ানলিন টেক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আকিজ টেলিকম লিমিটেড।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিজ টেলিকমের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করা ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ডগুলো ইতিমধ্যে স্মার্ট প্রযুক্তি, উদ্ভাবন ও গুণমানের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, ‘বিশ্বব্যাপী সমাদৃত এই ব্র্যান্ডগুলোর পণ্য বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সঙ্গে আকিজ টেলিকমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উদ্যোগটি দেশকে আরও স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।’

কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো লঞ্চ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ আমাদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ; পাশাপাশি সবার জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি যে এসব ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

আপনার মতামত দিন