দেশের বাজারে পাওয়া যাচ্ছে ‘অপো এ৩এক্স’ স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টে ১,০০০ টাকার মূল্যছাড়। অপোর অথোরাইজড আউটলেটগুলোতে এখন ডিভাইসটি পাওয়া যাচ্ছে ১৪,৯৯০ টাকায়, যা আগে ছিল ১৫,৯৯০ টাকা।
২০২৪ সালের সেপ্টেম্বরে বাজারে আসা অপো এ৩এক্স এর প্রধান আকর্ষণ হলো এর মজবুত ও স্লিম গঠন। এতে আছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, যা ১.২ মিটার ওপরে থেকেও পড়ে গেলে ফোনকে রক্ষা করতে সক্ষম। এমনকি বিভিন্ন দিক থেকে ধাক্কা বা দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কাও কম।
এছাড়া, ডিভাইসটিতে রয়েছে লিকুইড রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা কফি, দুধ, স্যুপ কিংবা অন্যান্য তরল পদার্থ থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ‘স্ল্যাশ টাচ’ প্রযুক্তির কারণে বৃষ্টিতে কিংবা ভিজা হাতেও ফোন নির্বিঘ্নে ব্যবহার করা সম্ভব।
অপো এ৩এক্স এ আরও রয়েছে ৫,১০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভোক ফ্ল্যাশ চার্জিং সুবিধা। ল্যাব টেস্ট অনুযায়ী, মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং ৭৪ মিনিটে পুরোপুরি চার্জ সম্পন্ন করে ফোনটি। এছাড়া, ফোনটির ডিসপ্লে ১,০০০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে, যা সরাসরি রোদেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়।