বিদেশভ্রমণকারীদের মোবাইল রোমিং সেবার বিল দেওয়া যাবে টাকায়

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিদেশগামী ভ্রমণকারীদের জন্য মোবাইল রোমিং সেবা গ্রহণের পদ্ধতি আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশভ্রমণে গ্রাহকরা মোবাইল রোমিং সেবার বিল টাকায় পরিশোধ করতে পারবেন।  রোমিং সেবার চার্জ টাকায় নেওয়ার অনুমতি দিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে এখন থেকে একজন মোবাইল ব্যবহারকারী বিদেশে গিয়েও নিজের মোবাইল নম্বর দিয়ে কল করা, কল রিসিভ করা, এসএমএস পাঠানো এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দেশে থাকতে গ্রাহক যে সুবিধাগুলো পেতেন সেগুলো বিদেশে গিয়েও সেই সেবা ডলারে নয় টাকাতেই পরিশোধ করতে পারবেন।

তাই এই সার্কুলারে খুশী মোবাইল অপারেটররা। তাদের মতে, গ্রাহকের জন্য এটি একটি স্বস্তির খবর। এটি গ্রাহকবান্ধব এবং ডিজিটাল লেনদেনের পথ সহজ করবে।

বাজার বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগের ফলে রোমিং সেবা ব্যবহারকারীর সংখ্যা বাড়বে এবং অপারেটরদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, একজন গ্রাহকের কাছ থেকে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং এক বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল টাকায় নেওয়া যাবে।

এত দিন এ ধরনের সেবা পেতে গ্রাহকদের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। এখন থেকে সেই সীমাবদ্ধতা এড়াতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টাকায় রোমিং বিল পরিশোধের এই সেবা গ্রহণের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের কিছু নির্ধারিত শর্ত অবশ্যই মানতে হবে। এই শর্তের আওতায় গ্রাহকের কাছে বৈধ ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের টিকিট থাকতে হবে।
একই সঙ্গে রোমিং সেবা ভ্রমণের কমপক্ষে সাত দিন আগে চালু করতে হবে। এ ছাড়া একজন গ্রাহক একাধিক মোবাইল নম্বর বা ভিন্ন অপারেটরের সিম ব্যবহার করলেও নির্ধারিত আর্থিক সীমা অতিক্রম করা যাবে না।

সার্কুলারে আরো বলা হয়েছে, মোবাইল অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের বিল পরিশোধ করতে পারবে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।

আপনার মতামত দিন