রেকর্ড মূল্যে বিক্রি অ্যাপল-১ কম্পিউটার, জানেন কত?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম কম্পিউটার ‘অ্যাপল–১’–এর নিলাম হয়েছে বহুবার। অ্যাপলের শুরুর দিকে তৈরি হওয়ায় এই মডেলের কম্পিউটার স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই এবার অ্যাপল-১ কম্পিউটার নিলামে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে)।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশনের তথ্যমতে, ‘স্টিভ জবস অ্যান্ড অ্যাপল রেভল্যুশন অকশন’ নামের এ নিলাম কার্যক্রমে অ্যাপল-১ কম্পিউটারসহ অ্যাপলের তৈরি বিরল এবং ঐতিহাসিক বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে অ্যাপল-১ কম্পিউটার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে।

অ্যাপল-১ কম্পিউটারটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রন ওয়ে নিজের হাতে তৈরি করেছিলেন। এটি ছিল অ্যাপল কোম্পানির প্রথম প্রোডাক্ট, যা বাজারে আনা হয়েছিল, তবে এর উৎপাদন ছিল সীমিত এবং মাত্র ২০০ ইউনিট তৈরি হয়েছিল। এই কম্পিউটারটি তখনকার দিনে ছিল অত্যন্ত আধুনিক এবং প্রোগ্রামিং-এ এক নতুন দিগন্তের সূচনা।

বিশ্ববিখ্যাত নিলাম সংস্থা 'ক্রিস্টি' এই কম্পিউটারটি নিলামে তুলে এবং এটি ঐতিহাসিক দামে বিক্রি হয়। তবে এটি শুধুমাত্র একটি প্রাচীন কম্পিউটার নয়, বরং অ্যাপল ইতিহাসের প্রথম সাফল্যের প্রতীক, যার ফলে এটি এক মূল্যবান সংগ্রহে পরিণত হয়েছে। 'অ্যাপল-১' এখনও তার মুল্যবান হার্ডওয়্যার, ডিজাইন এবং অরিজিনাল প্যাকেজিং সহ সংগ্রহকারীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এই অ্যাপল-১ কম্পিউটারটির পুরনো দামের তুলনায় এটি অনেকটাই বেশি। গত কয়েক বছরে অ্যাপল-১-এর মূল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও অ্যাপল এর পরে আরও উন্নত এবং শক্তিশালী প্রযুক্তি বাজারে আনে, তবে অ্যাপল-১ এর বিশেষত্ব এবং ইতিহাসের জন্য এটি সংগ্রহকারীদের কাছে অত্যন্ত মূল্যবান।

এটি প্রমাণ করে যে, প্রযুক্তি ইতিহাসের প্রথম ধাপগুলি সবসময়ই মূল্যবান হয় এবং সেগুলি সময়ের সাথে সাথে কেবল বেশি মূল্যবান হয়ে ওঠে। আজকের আধুনিক প্রযুক্তির অগ্রগতি যতই হোক না কেন, অ্যাপল-১ এর মতো পুরনো মডেলগুলি তাদের ঐতিহাসিক গুরুত্ব এবং মূল্য ধারণ করে।

সূত্র: ইন্ডিয়া টুডে
image

আপনার মতামত দিন