ভিন্নরকম ফিচারের ব্র্যান্ড রেসি, কী পণ্য নিয়ে এলো দেশে

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ধরা যাক, আপনার কাছে একটি পাওয়ার ব্যাংক আছে যা দিয়ে শুধু মোবাইলে চার্জ দেওয়া নয় বরং সেটাকে মোবাইল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়।  আবার সেই পাওয়ার ব্যাংকের জন্য আলাদা ক্যাবলের দরকার নেই। 

 এর সাথেই খুব সুন্দর করে ক্যাবল সেটআপ করে দেওয়া আছে। সেইসাথে ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে সেই পাওয়ার ব্যাংকে। আবার একই চার্জার দিয়ে আপনার মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক আপনি চার্জ করতে পারছেন।

অর্থাৎ একটা গ্যাজেট থেকেই পাওয়া যাচ্ছে কার্যকরী একাধিক ফিচার। এমন ব্যতিক্রম এবং প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ অসংখ্য গ্যাজেট নিয়ে বিশ্ব বাজারে ছড়িয়ে পড়েছে চীনের রেসি ব্র্যান্ড। ২০১১ সালে প্রতিষ্ঠিত রেসি মূলত শেনজেন ম্যাক্সকো টেকনলজির অধীনে একটি ব্র্যান্ড।  রেসি ব্র্যান্ড পণ্য রয়েছে মোট ১ হাজার ২০০টির ওপরে আর ম্যাক্সকো গ্রুপ এর এইধরনের পণ্য আছে প্রায় দশ হাজারের উপরে। বিশ্বব্যাপী ৫০টির বেশি দেশে  রেসির পণ্যগুলো পাওয়া যাচ্ছে। মূলত এশিয়া-প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সমাদৃত।

সম্প্রতি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে রেসি ব্র্যান্ডের পণ্য।  এর মধ্যে রয়েছে- স্পিকার, হেডফোন, এয়ারফোন, চার্জার, ডাটা ক্যাবল, ব্যাগ, পাওয়ার ব্যাংক ইত্যাদি পণ্যগুলো নিয়ে যাত্রা শুরু করেছে। মোবাইল যেমন আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করেছে তেমনি মোবাইল গ্যাজেট সহ লাইফস্টাইল গ্যাজেট আমাদের কে দিয়েছে নতুন অভিজ্ঞতা। তবে আপনার মোবাইল এর কার্যকারিতা স্মুথ রাখতে আপনার ব্যবহার করা মোবাইল এক্সেসরিজ টির গুণ গত মান ভালো হওয়া জরুরী, এসব দিক বিবেচনা করলে রেসির সব প্রোডাক্ট এর গুণগত মান রেসি কে দিয়েছে দ্রুত বাজার সম্প্রসারণের কার্যকরী ফল।

গত জানুয়ারিতে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম বিজনেস সলিউশন্স লিমিটেডের সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপের মাধ্যেমে যাত্রা শুরু হয় এই ব্র্যান্ডটির।  চলতি মার্চ থেকে পণ্যগুলোর বাজারজাত শুরু হয়। রেসির পাশাপাশি আরও জনপ্রিয় কিছু ব্র্যান্ড দেশের বাজারে পরিচিত করার পরিকল্পনা আছে টেকটাইম বিজনেস সলুশনস লিমিটেডের।
image

আপনার মতামত দিন