লেখার মানোন্নয়নে গুগল ডকসে চালু হচ্ছে ‘হেল্প মি রিফাইন’ ফিচার

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগল ডকস ব্যবহারকারীদের জন্য নতুন যুগান্তকারী ফিচার চালু করতে যাচ্ছে গুগল। গুগল ডকসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পডকাস্ট সুবিধা। এবার শুধু লিখেই নয়, ডকসের লেখাকে শোনা যাবে-এআই প্রযুক্তির মাধ্যমে।

'এআই পডকাস্ট' নামের এই নতুন ফিচারের মাধ্যমে গুগল ডকসে থাকা যেকোনো লেখার মূল অংশ বা পুরো লেখাটি অডিওর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেখার তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনে এই ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করবে। বিশেষ করে যারা পডকাস্ট নির্মাতা, শিক্ষার্থী বা তথ্য বিশ্লেষণকারী, তাদের জন্য এই ফিচারটি সময় সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব হবে বলে মনে করা হচ্ছে।
 
প্রথমদিকে ‘এআই পডকাস্ট’ সীমিতভাবে গুগলের গবেষণামূলক টুল ‘এলএম’ এবং ‘জেমিনি’ অ্যাপে ব্যবহার করা যেত। এসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ফাইল আপলোডের মাধ্যমে লেখাকে এআই কণ্ঠে শুনতে পেতেন। এবার সেই সুবিধাকেই আরও উন্নত করে গুগল ওয়ার্কস্পেসের আওতায় থাকা গুগল ডকস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

 নতুন ফিচার: Help Me Refine

শুধু অডিও নয়, লেখার গুণগত মান উন্নয়নের জন্য গুগল চালু করতে যাচ্ছে আরেকটি নতুন ফিচার-‘হেল্প মি রিফাইন’ (Help Me Refine)। এই ফিচারের মাধ্যমে লেখার শব্দচয়ন, বাক্য গঠন ও গঠনশৈলী বিশ্লেষণ করে উন্নত করার পরামর্শ দেবে এআই। অর্থাৎ লেখকরা চাইলে কনটেন্টটিকে আরও প্রাঞ্জল, পাঠযোগ্য এবং পেশাদার করে তুলতে পারবেন এই টুলের মাধ্যমে।

আরও সহজ, আরও কার্যকর তথ্য উপস্থাপনা
গুগলের ভাষ্য মতে, এই দুইটি নতুন ফিচার মূলত তাদের জেমিনি এআই প্ল্যাটফর্মের অংশ। এর মাধ্যমে গুগল চায় লেখালেখি ও তথ্য উপস্থাপনাকে আরও সহজ, আকর্ষণীয় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে।

এই সুবিধাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে উন্মুক্ত করা হবে।  সূত্র: দ্য ভার্জ

আপনার মতামত দিন