নতুন এআই মডেল আনছে আলিবাবা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের ই-কমার্স জায়েন্ট আলিবাবা ঘোষণা করেছে যে, তারা বাজারে নতুন একটি অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল প্রবর্তন করতে চলেছে। এই মডেলটি গুগল, মাইক্রোসফট এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানির মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে এবং প্রযুক্তির ক্ষেত্রটি নতুন এক দিগন্তে পৌঁছানোর সম্ভাবনা সৃষ্টি করবে।

নতুন এআই মডেলটি বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে, বিশেষত ব্যবসায়িক এবং প্রযুক্তিগত পরিবেশে। এতে বিশেষভাবে উন্নত ভাষাগত প্রক্রিয়াকরণ (NLP), চিত্র বিশ্লেষণ, এবং আরও অনেক শক্তিশালী ফিচার থাকবে যা আলিবাবা তার ক্লাউড সার্ভিসগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবে।

এআই-এর মাধ্যমে আলিবাবা তার বিভিন্ন সেবা যেমন, অনলাইন শপিং, ক্লাউড কম্পিউটিং, এবং ডেটা বিশ্লেষণ আরও উন্নত করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে আলিবাবা শুধু চীনে নয়, বিশ্বের অন্যান্য দেশে প্রযুক্তির ব্যাপক প্রসারে এগিয়ে যাবে।

আলিবাবার নতুন এআই মডেল কোয়েন২.৫-অমনি-৭বি-বাজারে এসেছে। উচ্চসক্ষমতাসম্পন্ন মডেলটি ওপেন সোর্স, ফলে তৃতীয়-পক্ষ ডেভেলপার বা প্রতিষ্ঠান চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। ‘কোয়েন২.৫-অমনি-৭বি’ নামের মাল্টিমডাল এআই মডেলের কল্যাণে সাধারণ ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

আলিবাবা জানিয়েছে, নতুন এই মডেলটি বিভিন্ন ধরনের ইনপুট (টেক্সট, ইমেজ ও অডিও-ভিডিও) থেকে তৎক্ষণাৎ (রিয়েল টাইমে) টেক্সট বা অডিও আকারে আউটপুট জেনেরেট করতে সক্ষম। নতুন এই মডেলটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে (রিয়েল টাইমে) অডিও ডেসক্রিপশন জেনারেট করতে সক্ষম।

আপনার মতামত দিন