বর্ণাঢ্য আয়োজনে ‘ব্রাদার পার্টনার ডে-২০২৫’ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ০২ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও ব্রাদার গালফ কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো "ব্রাদার পার্টনার ডে ২০২৫"। সম্প্রতি অনুষ্ঠিত এই জমকালো আয়োজনটি ছিল ব্রাদার ব্র্যান্ডের সফল যাত্রা, অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক বিশেষ উপলক্ষ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রধান বক্তা ব্রাদার গালফ-এর সেলস ডিরেক্টর আমিত আলী। তিনি ব্রাদারের কৌশলগত পরিকল্পনা, এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও, বাংলাদেশের বাজারে তাদের অবস্থান ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন পাশাপাশি কারিগরি দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এটি ছিল অতিথিদের মাঝে প্রাণবন্ত ও ইন্টার‍্যাক্টিভ মুহূর্ত।

পরবর্তীতে বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার এবং চেয়ারম্যান  আব্দুল ফাত্তাহ। বক্তারা বলেন, ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ১৯ বছরের সফল পার্টনারশিপ পারস্পরিক আস্থা, দক্ষতা ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ব্রাদার-এর অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং উদ্ভাবনী শক্তি আগামী দিনগুলোতে আরও উন্নত সমাধান ও বাজারে নেতৃত্ব এনে দেবে। এই ভিশন বাস্তবায়নে গ্লোবাল ব্র্যান্ড ও ব্রাদার যৌথভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এরপর আয়োজন করা হয় "পার্টনার রিকগনিশন" সেশন, যেখানে ব্রাদার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চ্যানেল পার্টনারদের অবদানকে সম্মান জানানো হয়। নির্বাচিত পার্টনারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তাঁদের নিরলস পরিশ্রম, প্রতিশ্রুতি ও পার্টনারশিপে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ।

আয়োজনের শেষ পর্বে ব্রাদার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পক্ষ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার আয়োজন করা হয়।

image

আপনার মতামত দিন