এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল অ্যাপ ‘রাইজ’

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ভয়েস নয়, এখন ডাটায় মনোযোগী সব অপারেটর। এই যুদ্ধে বাজার নেতৃত্বে থাকা অপারেটরকে টেক্কা দিয়ে দ্বিতীয় অপারেটর হিসেবে এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল অ্যাপ ‘রাইজ’ উন্মোচন করলো গ্রাহক সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংক। এর মাধ্যমেই ডিজিটাল অপারেটর হিসেবে অ্যাপে যুক্ত করেছে বিশেষ সীমাহীন ইন্টারনেট ফিচার।

রবিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেশন হলে জমকালো আয়োজনে লেজার শো আর ভার্চুয়াল অ্যাসিটেন্টের মাধ্যমে অ্যাপের নানা দিক তুলে ধরা হয় উপস্থিত ইনফ্লয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও গণমাধ্যমকর্মীদের সামনে।

তাদের উপস্থিতিতেই অ্যাপটি উদ্বোধন করেন বাংলাংলিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, বিশেষ ‘সীমাহীন ইন্টারনেট’ ফিচারের কারণে ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে ‘রাইজ’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির অনন্য সব সুবিধার মধ্যে রয়েছে অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কন্টেন্ট ও গেমিফিকেশন ফিচার।

নতুন অ্যাপ ‘রাইজ’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখতে চান ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো। আর বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস মনে করেন, রাইজ’ অ্যাপটিতে এআই-সমৃদ্ধ ফিচার যুক্ত করার ফলে, এ অ্যাপ দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইস্টাইলের সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে; যা ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
image

আপনার মতামত দিন