রাশিয়ার অ্যারোফ্লটে ভয়াবহ সাইবার হামলা 

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিমানযাত্রীদের নিরাপত্তা, ফ্লাইট শিডিউল আর ডিজিটাল অবকাঠামো-এই তিনটি জিনিসের ওপরই একটি আধুনিক এয়ারলাইন প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি নির্ভরতা। আর ঠিক এখানেই ঘটে গেল ভয়ংকর এক সাইবার আক্রমণ। রাশিয়ার জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা অ্যারোফ্লট এক নজিরবিহীন সাইবার হামলার শিকার হয়েছে, যা না শুধু তাদের নেটওয়ার্ক, বরং যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

 কিভাবে ঘটল এই হামলা?
হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে ‘সাইলেন্ট ক্রো’ নামের এক হ্যাকার গোষ্ঠী, যারা দাবি করছে তারা এক বছর ধরে পরিকল্পনা করে অ্যারোফ্লটের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে। শুধু তাই নয়, তারা সাত হাজার সার্ভার ধ্বংস করে দিয়েছে এবং অ্যারোফ্লটের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কম্পিউটারেও ঢুকে পড়েছে বলে জানিয়েছে।

তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আমরা অ্যারোফ্লটের ডিজিটাল অবকাঠামো ধ্বংস করেছি। যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করাও সময়ের ব্যাপার মাত্র।”

তারা হুমকি দিয়েছে, যেসব যাত্রী কখনো অ্যারোফ্লটে চড়েছেন, তাদের তথ্য ফাঁস করে দেওয়া হবে। এমনকি, কিছু স্ক্রিনশট ইতোমধ্যেই অনলাইনে প্রকাশও করেছে তারা।

 আর কে ছিল এই অভিযানে?
এই অভিযানে বেলারুশভিত্তিক হ্যাকার গ্রুপ ‘সাইবার পার্টিজানস’ সহযোগিতা করেছে বলে দাবি করা হয়েছে। এটি তাদের একটি যৌথ অপারেশন বলে মনে করা হচ্ছে। বছরের শুরু থেকেই সাইলেন্ট ক্রো রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার দায় স্বীকার করে আসছে-সরকারি ডেটাবেজ, টেলিকম অপারেটর, বিমা কোম্পানি, এমনকি মস্কোর তথ্যপ্রযুক্তি বিভাগও এর মধ্যে পড়ে।

 তাৎক্ষণিক প্রতিক্রিয়া
এই হামলার কারণে গত সোমবার অ্যারোফ্লটের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয় এবং বেশ কয়েকটি ফ্লাইটে বিলম্ব ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যাত্রীদের ক্ষতিপূরণ ও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। রুশ পার্লামেন্ট সদস্য আন্তন গোরেলকিন এটিকে ‘শত্রু রাষ্ট্রের প্রভাবাধীন সুপরিকল্পিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “দেশের বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এখন সাইবার হুমকি একটি স্থায়ী ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।”
 
হামলার রাজনৈতিক ইঙ্গিত
সাইলেন্ট ক্রো ও সাইবার পার্টিজানসের যৌথ বিবৃতির শেষাংশে লেখা ছিল, “গৌরব ইউক্রেনের! দীর্ঘজীবী বেলারুশ!”

এই স্লোগানটি স্পষ্টত রাজনৈতিক বার্তা বহন করে। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া এই হ্যাকার গোষ্ঠীগুলো কেবল প্রযুক্তিগত হামলা নয়, বরং প্রতীকী যুদ্ধও চালিয়ে যাচ্ছে-রাশিয়ার সাইবার ডোমেইনে।

এই হামলা প্রমাণ করে, আধুনিক বিশ্বের যুদ্ধক্ষেত্র এখন আর শুধু মাটিতে নয়-ডিজিটাল জগতেই যুদ্ধের প্রধান ময়দান। একটি রাষ্ট্রীয় এয়ারলাইনের বিরুদ্ধে এমন সুপরিকল্পিত সাইবার আক্রমণ বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। একইসঙ্গে এটি সাধারণ যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা, গোপনীয়তা এবং প্রযুক্তিনির্ভর সেবার ওপর আস্থা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে-তাও দেখিয়ে দিল।

image

আপনার মতামত দিন