নিরাপত্তা ত্রুটি শনাক্ত গুগল ক্রোমে, হালনাগাদের পরামর্শ

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে গুগল ক্রোম ব্রাউজারে। এরই মধ্যে সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা (সিআইএসএ) সতর্কতা জারি করেছে এবং আগামী ১৭ এপ্রিলের মধ্যে ব্রাউজার হালনাগাদ করতে না পারলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

গুগল নিশ্চিত করেছে, সাইবার হামলাকারীরা এরই মধ্যে এই দুর্বলতা কাজে লাগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিষ্ঠানটি ক্রোমের নতুন সংস্করণ ১৩৪.০.৬৯৯৮.১৭৭/১৭৮ প্রকাশ করেছে, যা পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে গুগল আপাতত এই নিরাপত্তা ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যতক্ষণ না অধিকাংশ ব্যবহারকারী হালনাগাদ ইনস্টল করেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ত্রুটির কারিগরি বিশদ তথ্য গোপন রাখব।

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ জানিয়েছে, গুগল ক্রোমিয়ামের ‘মোজো’ প্রযুক্তিতে একটি লজিক্যাল ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটি স্যান্ডবক্সের বাইপাস ঘটাতে পারে। সংস্থাটি বলছে, এই নিরাপত্তা ত্রুটি শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ, অপেরা ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলোকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সিআইএসএ জানিয়েছে, যদি ১৭ এপ্রিলের মধ্যে কেউ ব্রাউজার হালনাগাদ করতে না পারেন, তাহলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা মূলত মার্কিন সরকারি সংস্থাগুলোর জন্য জারি করা হলেও ব্যক্তিগত ও বেসরকারি খাতের ব্যবহারকারীদেরও এটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা (সিইআরটি-ইন) গুগল ক্রোম ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটির মাধ্যমে সাইবার হামলাকারীরা গুগল ক্রোমের স্যান্ডবক্স সুরক্ষা বাইপাস করতে সক্ষম হতে পারে। এদিকে ফায়ারফক্সেও একই ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। মজিলা এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোমের সাম্প্রতিক স্যান্ডবক্স বাইপাস ত্রুটির পর ফায়ারফক্সের আইপিসি কোডেও একই ধরনের সমস্যা শনাক্ত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
image

আপনার মতামত দিন