ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে যেসব নতুন ওয়েবফিল্ম ও সিরিজ

প্রকাশ: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দিনদিন ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকশন, থ্রিলার, হত্যা রহস্য কিংবা ভিন্নধর্মী গল্প দেখার জন্য বেশি আগ্রহী দর্শকরা। এবারের ঈদুল ফিতর উপলক্ষেও নতুন সব ওয়েবফিল্ম ও সিরিজ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ, দীপ্ত প্লে ও হইচই-য়ে।  

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ ও বিঞ্জের পাশাপাশি ভারতীয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, হইচইসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও ঈদ উপলক্ষে আসছে নানা বৈচিত্র্যময় ভিডিও কনটেন্ট। এর মধ্যে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’, ‘ছায়া’. ‘জিম্মি’, ‘হাউ সুইট, ‘টেস্ট’ এবং ‘পাল্স ’।

মাইশেলফ অ্যালেন স্বপন ২
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর ঘোষণাই এসেছিলো ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। চাঁদ রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটি।

এখানে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এবার মৌসুমের চমক সংগীতশিল্পী জেফার রহমান।

ছায়া
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন সিনেমা ‘ছায়া’। কথা ছিল, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেষপর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। লো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও ছিল দর্শকদের মনে।

সিনেমার গল্প এমন, অনাথ দুই ভাই–বোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। এ ছাড়া আছেন শবনম বুবলী, পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আই স্ক্রিনে দেখা যাবে সিরিজটি।

জিম্মি
প্রথমবারের মতো আশফাক নিপুণের নির্মাণে ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এটা তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। ২২ মার্চ সন্ধ্যা ৭ টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পেয়েছে এই সিরিজটি।

গল্পটি এমন- টাকার মধ্যে শুয়ে আছে রুনা লায়লা। ছুটছেও টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা সে পেল কোথায়? এমন গল্প নিয়েই সিরিজটি এগিয়েছে।  

এখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।

হাউ সুইট
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। নির্মাতা এখানে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন। বলা দরকার, ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন সিনেমাটির শুটিং করেছেন নির্মাতা। এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

টেস্ট
ঈদ উপলক্ষে চলতি বছরের ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে নয়নতারা, সিদ্ধার্থ ও মাধবন অভিনীত তামিল সিনেমা টেস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন এস শশিকান্ত। সিনেমাটি নির্মিত হয়েছে এক ক্রিকেট ম্যাচকে ক্রেন্দ্র করে। যেখানে দেখা যাবে চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন পরিবর্তনকারী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর এভাবে এগিয়ে যায় সিনেমাটির কাহিনি।

পালস
৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে চিকিৎসাভিত্তিক নতুন সিরিজ ‘পালস’। এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে মায়ামির একটি হাসপাতাল ঘিরে। সারাহ বয়েড পরিচালনায় নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড, জাস্টিনা ম্যাচাডো, জ্যাক ব্যাননসহ আরও অনেকে।


image

আপনার মতামত দিন