ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন (৩৬) নামের এক ভুয়া দাঁতের ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা ডিগ্রি ছাড়াই রোগী দেখে আসছিলেন।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে থানার সামনে নাসির ডেন্টাল নামে এক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
মো. নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লা ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ওই ভুয়া ডাক্তার নাসির ডেন্টাল নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডেন্টাল ডাক্তার হিসেবে রোগী দেখে আসছিলেন। তার চিকিৎসা সনদ, নিবন্ধন নেই। এ সময় তার চেম্বারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়াও একজন দন্ত চিকিৎসক ও তার চেম্বার হিসেবে যা যা থাকার কথা তার কিছুই নেই।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, তিনি একজন ভুয়া দন্ত চিকিৎসক। তার নেই কোনো সনদপত্র, নিবন্ধন। তিনি রোগীদের দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার চেম্বারে অভিযান চালিয়ে সত্যতার প্রমাণ পেয়ে এবং একজন ভুয়া দন্ত চিকিৎসক প্রমাণিত হওয়ায় পরে তাকে জেল-জরিমানা করা হয়েছে।