ঘণ্টায় ১ হাজার ৮০০ চারা রোপণ করে এই ‘চাষি রোবট’

প্রকাশ: মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সংকটময় সময়ে বন পুনরুদ্ধার হয়ে উঠেছে বৈশ্বিক অগ্রাধিকার। তবে প্রশ্ন থেকেই যায়-এত দ্রুত হারিয়ে যাওয়া বনভূমি কি আবার ফিরিয়ে আনা সম্ভব? উত্তরে ভরসা দিচ্ছে প্রযুক্তি। ড্রোন দিয়ে বীজ ছড়ানোর কথা হয়তো অনেকেই শুনেছেন, এবার ব্রাজিল দেখাচ্ছে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথ-রোবট দিয়ে চারা রোপণ!

এখন শুধু কল্পনা নয়, বাস্তবেও রোবট গাছ লাগাচ্ছে। ব্রাজিলের এক স্টার্টআপ উদ্ভাবন করেছে ‘ForestBot’ বা ‘ফরেস্ট বট’ নামের এক অত্যাধুনিক রোবট, যা প্রতিঘণ্টায় ১,৮০০টি চারা রোপণ করতে পারে! দিনের শেষে এর সক্ষমতা পৌঁছায় প্রায় ৮৬,০০০ চারায়। 

ফরেস্ট বট: এক প্রযুক্তিগত বনায়ন বিপ্লব
এই রোবটটি উদ্ভাবন করেছে ব্রাজিলের রোরাইমা প্রদেশের স্টার্টআপ AutoAgroMachines। উদ্যোক্তা মার্সেলো গিমারায়েস নিজের খামারে আফ্রিকান মেহগনির চারা লাগাতে গিয়ে উপলব্ধি করেন-এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা গেলে সময়, শ্রম এবং খরচ-সবই বাঁচে। এই ভাবনা থেকেই জন্ম নেয় ৯ টন ওজনের এক বিশাল ‘চাষি রোবট’ বা ‘ফরেস্ট বট’।

শুধু লাগানো নয়, যত্নও করে
‘ফরেস্ট বট’ শুধু চারা লাগিয়েই দায়িত্ব শেষ করে না। এটি পরে ফিরে এসে প্রতিটি চারার অবস্থা পর্যবেক্ষণ করে,
>>  পানি দেয়,
>> গাছের স্বাস্থ্য পরীক্ষার জন্য সেন্সর ব্যবহার করে,
>>  পোকামাকড় ঠেকাতে কীটনাশক প্রয়োগ করে,
>>  প্রয়োজনে নতুন রোপণ বা পুনঃরোপণও করতে পারে।

এতে রয়েছে স্লাইডিং প্ল্যান্টিং সিস্টেম, যা এমনভাবে চারা মাটিতে বসায় যাতে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত না হয় এবং দ্রুত মাটির সঙ্গে মিশে যেতে পারে।

এআই চালিত রোবট: তথ্যভিত্তিক বন ব্যবস্থাপনা
‘ফরেস্ট বট’ শুধু গাছ লাগায় না, প্রতিটি রোপণের মান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে বিশ্লেষণ করে।
এতে তৈরি হয় একধরনের ভৌগোলিক মানচিত্র (Geo-map), যা ভবিষ্যতে সঠিক

>> সেচ পরিকল্পনা

>> কীটনাশক প্রয়োগ

>> সার বিতরণ

>> বন স্বাস্থ্য বিশ্লেষণে কার্যকর সহায়ক হিসেবে ব্যবহৃত হয়।

বড় কোম্পানিগুলোও এগিয়ে এসেছে
‘ফরেস্ট বট’ ইতোমধ্যে সুজানো ও এলডোরাডো-র মতো ব্রাজিলের বৃহৎ বন সংরক্ষণ কোম্পানির নজর কাড়তে পেরেছে। তারা পরীক্ষামূলকভাবে এই রোবটকে ব্যবহার করতে শুরু করেছে নিজস্ব বন পুনর্বিন্যাস প্রকল্পে। এতে করে এই প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা আরও জোরদার হয়েছে। সূত্র: অটো অ্যাগ্রো মেশিন ও গ্রিন মি

image

আপনার মতামত দিন