৫ সেপ্টেম্বর টিকটকের নতুন অ্যাপ আসছে যুক্তরাষ্ট্রে  

প্রকাশ: সোমবার, ০৭ জুলাই, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের জনপ্রিয় ভিডিওনির্ভর সামাজিক মাধ্যম টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই চলছে নানা বিতর্ক। জাতীয় নিরাপত্তা ও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার প্রশ্নে ২০২৪ সালের মার্চে মার্কিন কংগ্রেসে পাস হয় একটি নিষেধাজ্ঞামূলক আইন। সেই আইন অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে অ্যাপটি বন্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা বন্ধ হয়েছে মাত্র এক দিনের জন্য। তবে এখন একটি বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে টিকটক। নতুন সিদ্ধান্ত আর নতুন অ্যাপ সংস্করণ নিয়ে ফিরছে টিকটক!

বিক্রির পথে টিকটক, যুক্তরাষ্ট্রে আসছে নতুন সংস্করণ
প্রযুক্তি-সংক্রান্ত সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন ও আলাদা সংস্করণ বাজারে আসবে। অভ্যন্তরীণভাবে নতুন অ্যাপটির কোডনেম ‘এম২’, আর বর্তমান সংস্করণকে ডাকা হচ্ছে ‘এম’ নামে। নতুন অ্যাপটি ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অ্যাপ স্টোরে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

চীনের অনুমোদন এখন বড় বাধা
তবে চূড়ান্ত এই চুক্তির জন্য চীনা সরকারের অনুমোদন এখনও বাকি। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনের প্রভাব এই অনুমোদনের প্রক্রিয়াতেও পড়তে পারে। মূল কোম্পানি বাইটড্যান্স নতুন চুক্তিতে সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে-যা যুক্তরাষ্ট্রের নতুন আইন ‘Protecting Americans from Foreign Advisory Controlled Applicants Act’ অনুসারে অনুমোদনযোগ্য।

ওরাকল ও বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর
চুক্তি অনুযায়ী, ওরাকলসহ একদল মার্কিন বিনিয়োগকারীর কাছে নতুন টিকটক অ্যাপের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। একই সময়ে, ওরাকল যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি ৭৫ শতাংশ ছাড় সংবলিত ক্লাউড পরিকাঠামো ব্যবহারের চুক্তিও করেছে, যা এই রূপান্তরের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পুরোনো অ্যাপের বিদায়ঘণ্টা
বর্তমানে টিকটকের কর্মীরা নতুন সংস্করণ ‘এম২’ তৈরিতে ব্যস্ত। আর পুরোনো অ্যাপের ভবিষ্যৎও নির্ধারিত হয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ালেও, আইনি ভিত্তি নিয়ে রয়েছে প্রশ্ন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী

>>২০২৫ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে।

>>২০২৬ সালের মার্চে পুরোনো অ্যাপটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। ‘এম২’ নামের নতুন সংস্করণ নিয়ে যেভাবে প্রস্তুতি চলছে, তাতে স্পষ্ট-টিকটক এবার নতুনভাবে ফিরে আসতে চায়, তবে এবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যেই। সূত্র: দ্য ইনফরমেশন

image

আপনার মতামত দিন