এআই বিনিয়োগ থেকে আয় বেড়েছে গুগলের অ্যালফাবেটের

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png উজ্জ্বল এ গমেজ
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের এআই বিনিয়োগগুলো থেকে আয় বেড়েছে। সেসাথে ক্লাউড ব্যবসা ও ইউটিউব বিজ্ঞাপন থেকেও আয় বেড়েছে। বুধবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেথম স্মিথ গ্রুপের  তথ্য অনুযায়ী, অ্যালফাবেটও লাভের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। শেয়ারপ্রতি ২.১২ ডলার আয় করেছে, যেখানে বাজারের গড় পূর্বাভাস ছিল ১.৮৫ ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যালফাবেট মঙ্গলবার তাদের তৃতীয় প্রান্তিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছে। এতে দেখা গেছে, তাদের ক্লাউড ব্যবসায় ৩৫% বৃদ্ধি এবং তৃতীয় প্রান্তিকে ইউএস নির্বাচনের সাথে সম্পর্কিত ব্যয়ের ফলে ইউটিউব বিজ্ঞাপন বিক্রির বৃদ্ধি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, অ্যালফাবেটের শেয়ার মঙ্গলবার পরবর্তী বাজারে প্রায় ৬% বেড়েছে। শীর্ষ ক্লাউড কোম্পানি আমাজন এবং মাইক্রোসফটের শেয়ারও পরে প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকে রাজস্ব এবং আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এর প্রধান সার্চ ব্যবসা ১২% বৃদ্ধি পেয়েছে এবং ইউটিউব বিজ্ঞাপন থেকে রাজস্বও একই হারে বেড়েছে।

‘প্রযুক্তিবিশ্বের প্রথম সারির বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট তাদের আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি সন্তোষজনক।’- বলেছেন হারগ্রিভস ল্যান্সডাউনের সিনিয়র ইকুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান।

 তিনি বলেন, ‘ক্লাউড ব্যবসার আয়ের বৃদ্ধির পরিমাণ একটু বেশি, যা এই ধারণাকে সমর্থন করে যে প্রধান ক্লাউড সরবরাহকারীরা এআই বিপ্লব থেকে লাভবান হওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে।’

‘বিশ্বের বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফটের সাথে এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল তাদের জেমিনি এআই চ্যাটবটকে উন্নত ও শক্তিশালী করছে এবং এআই-ভিত্তিক সার্চইঞ্জিনকে উন্নত করছে। কোম্পানিটি এআই-তে বড় পরিমাণে অর্থিক ব্যয় অব্যাহত রেখেছে।’ বললেন ম্যাট ব্রিটজম্যান।

নতুন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অনাত আশকেনাজি বলেছেন, ‘অ্যালফাবেটের মূলধন ব্যয় ২০২৫ সালে এই বছরের তুলনায় বেশি হবে। তৃতীয় প্রান্তিকে অ্যালফাবেটের মূলধন ব্যয় ৬২% বৃদ্ধি পেয়ে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চতুর্থ প্রান্তিকেও একইরকম হতে পারে।

বিশ্লেষকরা বলেছেন, ‘অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকের ফলাফল ছোট পরিসরে লক্ষ্যমাত্রার  সঙ্গে তুলনা করলে এটি আশার দিক মনে হচ্ছে, এবং তাদের  ক্রমবর্ধমান ক্লাউড ব্যবসা ধীরে ধীরে তাদের স্থির হয়ে আসা বিজ্ঞাপন ব্যবসার জন্য একটি বিকল্প হতে পারে।’

বিশ্লেষকরা আরও বলেছেন, ‘গুগলের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার করা ডিজিটাল বিজ্ঞাপন বাজারে এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছে অ্যামাজন এবং টিকটক। তারা তাদের নিজস্ব ব্যবসার কৌশল দিয়ে বিজ্ঞাপনদাতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এবং গুগলের প্রস্তুত ক্রেতাদের মাঝে ঢুকতে চেষ্টা করছে। পাশাপাশি, এর সার্চ ব্যবসা নিয়ন্ত্রকদের কাছ থেকে পর্যালোচনার মুখোমুখি হচ্ছে গুগল।’

তাঁরা বলেন, ‘তবে আশার কথা হলো গুগলের ক্লাউড ব্যবসা আটটি তৃতীয় প্রান্তিকে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে-১১.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কারণ প্রতিষ্ঠানগুলো ক্লাউড ব্যয় দ্বিগুণ করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলোকে শক্তি দেওয়ার জন্য অপরিহার্য। আমাদের অনুমান ছিল ১০.৮৬ বিলিয়ন ডলার।’

‘আমি মনে করি, এটি একটি  অসাধারণ তৃতীয় প্রান্তিক ছিল, কারণ গুগল ক্লাউডের পক্ষে সার্চের পতনকে অতিক্রম করা উভয়ই ক্লাউড রাজস্বের বাড়তে থাকা গুরুত্ব এবং কোম্পানিটির রাজস্ব ভিত্তি বৈচিত্র্যময় করার প্রচেষ্টাকে নির্দেশ করে।’- বলেছেন টেকন্যালাইসিস রিসার্চের সভাপতি বব ও'ডনেল।

‘গুগল এআই ওভারভিউতে বিজ্ঞাপন চালু করেছে, যা উৎপাদক এআই ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে সামগ্রী সংক্ষিপ্ত করে এবং অনুসন্ধান প্রশ্নগুলোর জন্য সংক্ষিপ্ত ফলাফল প্রদর্শন করে।’

বিশ্লেষকদের মতে, ‘ব্যবহারকারীরা মনে করছেন কোম্পানির নতুন এআই টুলগুলো পূর্বের তুলনায় বেশি কার্যকরী। এ বছরের শুরুতে এই ফিচারটি ভুল তথ্য প্রদর্শনের জন্য কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছিল, যার মধ্যে একটি পিজ্জা রেসিপিতে গ্লু অন্তর্ভুক্ত ছিল।’ সূত্র: রয়টার্স

image

আপনার মতামত দিন