স্বাস্থ্যসেবায় নতুন যুগের সূচনা, এআইনির্ভর ডাক্তার তৈরি করছে অ্যাপল!

প্রকাশ: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, তার নতুন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির মাধ্যমে একটি অত্যাধুনিক ডাক্তারের ব্যবস্থা তৈরি করতে চলেছে, যা মানুষের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং চিকিৎসায় অগ্রগতি আনবে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ‘প্রজেক্ট মালবেরি’ নামের এই পরিকল্পনায় এমন এক এআই এজেন্ট তৈরির চেষ্টা করছে অ্যাপল, যা একজন সত্যিকারের ডাক্তারের প্রতিরূপ তৈরি করতে পারবে।

প্রতিবেদন বলছে, সিস্টেমটিকে প্রকৃত ডাক্তারদের মাধ্যমে প্রশিক্ষিত করছে অ্যাপল, যাতে ডাক্তাররা যে ধরনের পরামর্শ দেবেন, এআই ব্যবহার করে সে অনুযায়ী সেবা দিতে পারে এআই মডেলটি।

এই নতুন প্রযুক্তি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এমন কিছু সম্ভাবনা তৈরি করবে যা একসময় কল্পনাতীত ছিল। অ্যাপল তাদের উদ্ভাবিত এআই সিস্টেমের মাধ্যমে ডাক্তারের পরামর্শের মতো কার্যক্রম সম্পাদন করতে পারবে। এই সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রোগের লক্ষণ শনাক্ত, ইতিহাস বিশ্লেষণ, পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং রোগীকে দ্রুত পরামর্শ দিতে সক্ষম হয়।

এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা সেবা যেমন আরও দ্রুত, সাশ্রয়ী এবং নির্ভুল হবে, তেমনি এতে ভুল নির্ণয়ের সম্ভাবনাও কমে যাবে। অ্যাপল দাবি করছে যে, তাদের এই প্রযুক্তি স্বাস্থ্যখাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে।

এআই চিকিৎসকের মাধ্যমে রোগীদের এমনকি চিকিৎসা পরামর্শের জন্য বাড়ি বসে নির্ধারণ করতে হবে না, বরং অতি সহজে ফোন বা অন্য ডিভাইসের মাধ্যমে চিকিৎসা পরামর্শ গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে গ্রামীণ এবং শহরাঞ্চলের দূরবর্তী অঞ্চলের মানুষদেরও উন্নত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।

অ্যাপল জানাচ্ছে, এই সিস্টেমটি কেবলমাত্র একটি “চিকিৎসক” নয়, বরং এটি একটি ব্যক্তিগত স্বাস্থ্যসেবার সহকারী হবে, যা রোগীকে সর্বোত্তম সেবা প্রদান করতে সক্ষম হবে। এছাড়াও, রোগীর চিকিৎসা ইতিহাস, লাইফস্টাইল এবং অন্যান্য ফ্যাক্টর বিবেচনা করে কাস্টমাইজড পরামর্শ দিতে এটি সক্ষম।

অ্যাপলের নতুন এই উদ্যোগ স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আনার পাশাপাশি, প্রযুক্তির ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।

image

আপনার মতামত দিন